- সরকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর: ড. ইউনূস
- আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ২৫ হাজার কোটি টাকা
- হিজবুল্লাহর রকেটের আঘাতে কাঁপল ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর
- শেরপুরে বন্যায় ৮ জনের প্রাণহানি
- পালিয়ে দিল্লি গেলেন পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল
- শীত কবে আসবে, জানালো আবহাওয়া অফিস
- সাবের হোসেন চৌধুরীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ
আগ্রার তাজমহলে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব ডি ভিলিয়ার্সের
মজার তথ্যই বের হয়েছে প্রেমিক পুরুষ এবি ডি ভিলিয়ার্সকে ঘিরে। দক্ষিণ আফ্রিকান সাবেক অধিনায়ক তার প্রেমিকা ড্যানিয়েলকে বিয়ের প্রস্তাব নাকি ভারতের আগ্রার তাজমহলে গিয়ে দিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে প্রশ্নের এক উত্তরে এমন রোমাঞ্চকর তথ্যই দিয়েছেন ড্যানিয়েল।
খেলার মাঠে ব্যাট হাতে এবি কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন সেটা আর বলার উপেক্ষা রাখে না। ক্রিজে থাকলে প্রতিপক্ষের বোলারদের নাস্তানাবুদ করে ছাড়েন তিনি। কিন্তু মাঠে যতটাই ক্ষিপ্র গতিতে খেলেন, মাঠের বাইরে ঠিক বিপরীত এই প্রোটিয়া ক্রিকেটার। আর প্রেমিক পুরুষ হিসেবেও এবির জুড়ি নেই।
সামাজিক যোগাযোগ মাধ্যম ইন্সটাগ্রামে ডি ভিলিয়ার্সের স্ত্রী ড্যানিয়েলকে জিজ্ঞেস করা হয়েছিল, ‘আপনাদের বিয়ে কি ভালোবেসে নাকি পরিবার থেকে ঠিক করা? যদি ভালোবেসে হয়, তাহলে কে আগে প্রস্তাব দিয়েছে এবং কোথায়?’
উত্তরেই তার স্ত্রী লেখেন, ‘আমি এ বিষয়ে অনেকগুলো প্রশ্ন পেয়েছি। আমাদের বিয়েটা ভালোবেসেই হয়েছে। এবি আমাকে ভারতের আগ্রায় তাজমহলে বিয়ের প্রস্তাব দিয়েছে।’
কিছুদিন আগে তাজমহলে বিয়ের প্রস্তাব দেয়ার বিষয়ে ডি ভিলিয়ার্স বলেছিলেন, ‘আইপিএলের কয়েক মাস আগে থেকেই আমি ঠিক করে রেখেছিলাম এবার আংটি নিয়ে তাকে (ড্যানিয়েল) বিয়ের কথা বলবো। যখন আইপিএলে গেলাম, তখন সার্বক্ষণিক নিরাপত্তাকর্মীর নাম করে আমি ফটোগ্রাফার নিয়ে ড্যানিয়েলের সঙ্গে ঘুরতে বের হই।’
তিনি আরো বলেন, ‘তখন ড্যানিয়েলকে বলেছিলাম যে, নিরাপত্তার কথা ভেবে এভাবে নিরাপত্তাকর্মী নিয়েই ঘুরতে হবে। তাই সে এটি নিয়ে মাথা ঘামায়নি। পরে যখন বিয়ের প্রস্তাব দিলাম, তখন তার জন্য এটা অনেক বড় সারপ্রাইজ ছিল এবং পুরোটাই ক্যামেরায় রেকর্ড করা হয়েছিল।’
উল্লেখ্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলতে আপাতত ভারতে অবস্থান করছেন ডি ভিলিয়ার্স। আর আইপিএলের এই আসরে নিজেদের প্রথম ম্যাচে প্রোটিয়ার এই তারকা ক্রিকেটারের কল্যাণেই জয়ের স্বাদ পায় বেঙ্গালুরু। নিজেদের দ্বিতীয়ও জিতেছে বিরাট কোহলিরা। ফলে অবস্থান করছে পয়েন্ট টেবিলের শীর্ষে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: