
সাকিব-লিটনকে দলে ভেড়াল কলকাতা নাইট রাইডার্স

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) প্রথমবারের মতো দল পেয়েছেন টাইগার ব্যাটার লিটন কুমার দাস। তাকে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। এর পরই সাকিব আল হাসানকে কিনে নেয় কলকাতা।
শুক্রবার নিলামে প্রথম দফায় দল পাননি বাংলাদেশের কোনো ক্রিকেটার। কিন্তু দ্বিতীয় দফায় বাংলাদেশে এই দুই ক্রিকেটারকে দলে ভেড়ায় শাহরুখ খানের কলকাতা নাইট রাইডার্স।
লিটনের ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ রুপি। এই দামেই তাকে শেষ মুহূর্তে কিনে কেকেআর। এছাড়া শেষ মুহূর্তে সাকিবকেও ভিত্তিমূল্য দেড় কোটিতে কিনে নেয় কলকাতা।
এর আগে আবদুর রাজ্জাক, মোহাম্মদ আশরাফুল, মাশরাফি বিন মর্তুজা, সাকিব আল হাসান, তামিম ইকবাল এবং মোস্তাফিজুর রহমানের আইপিএলে দল পাওয়ার সুযোগ হয়েছিল।
এর মধ্যে সাকিব আর মোস্তাফিজই কেবল নিয়মিত খেলার সুযোগ পেয়েছেন। তবে মোস্তাফিজ আছেন দিল্লি ক্যাপিটালসে।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: