ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

আমরা ১০-১৫ রান কম করেছি: বাবর

29 August 2022, 11:48:15

কাউকে যদি প্রশ্ন করা হয় এবারের এশিয়া কাপের সবচেয়ে প্রতীক্ষিত লড়াই কোনটি? প্রায় সাবাইর কাছ থেকে একই উত্তর পাওয়া যাবে সেটি হলো, ভারত-পাকিস্তান ম্যাচ। শেষ হয়ে গেলো এশিয়া কাপের এরকম একটি প্রতিক্ষত ম্যাচ। এদিন বাবর আজমের দল আগে ব্যাটিং করে ১৯.৫ বলে সব কয়টি উইকেট হারিয়ে মোট রান সংগ্রহ করে ১৪৭ রান। ১৪৮ রানের লক্ষে ব্যাট করতে নেমে রোহিত সার্মার দল ১৯.৪ বল খেলে জয়ের লক্ষে পৌছে যায়। হার্দিক পান্ডিয়া ১৭ বলে ৩৩ রানের এক ঝড়ো ব্যাটিংয়ে দুই বল হাতে রেখেই ম্যাচ জিতে যায় ভারত।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে পাকিস্তারে অধিনায়ক বাবর আজমের মতে, ১০-১৫ রান কম করেছেন তারা। এসময় তিনি বলেন, ‘আমরা বল হাতে যেভাবে শুরু করেছি, দুর্দান্ত ছিল। প্রথমত আমরা ১০-১৫ রান কম করেছি। তবু বোলাররা ম্যাচটি ধরে রাখতে দারুণ নৈপুণ্য দেখিয়েছে। আমাদের লেজের সারির ব্যাটাররা গুরুত্বপূর্ণ রান করে দিয়েছে। যা খুব দরকার ছিল।’
বাবর আজম আরো বলেন, ‘আমাদের চিন্তা ছিল ম্যাচটা যত গভীরে নেওয়া যায়। আমরা চেয়েছিলাম নওয়াজের জন্য শেষ ওভারে ১৫ বা তার বেশি রান রাখতে। যাতে চাপটা ধরে রাখা যায়। তবে হার্দিক দারুণভাবে ম্যাচটা শেষ করেছে।’

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: