ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

জিম্বাবুয়ে সফরের সূচি জানালো বিসিবি

20 July 2022, 11:16:02

তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে জিম্বাবুয়ে সফর করবে বাংলাদেশ দল। চলতি মাসের শেষ সপ্তাহে জিম্বাবুয়ে সফর করবে টাইগাররা। আজ (মঙ্গলবার) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জিম্বাবুয়ে সফরের সূচি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিরিজ শুরু হবে টি-টোয়েন্টি দিয়ে। ৩০ জুলাই প্রথম টি-টোয়েন্টি। পরদিনই দ্বিতীয় ম‌্যাচ খেলবে দুই দল। একদিন বিরতির পর ২ আগস্ট তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি খেলবে। কুড়ি ওভারের সিরিজ শেষে ৫, ৭ ও ১০ আগস্ট হবে তিনটি ওয়ানডে। এবারের সফরের সব ম‌্যাচই হবে হারারেতে।

বাংলাদেশ-জিম্বাবুয়ের ৫০ ওভারের সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ নয়। দ্বিপাক্ষিক সিরিজ হিসেবেই মাঠে নামবে দুই দল। বাংলাদেশ দল ২০২১ সালে সর্বশেষ জিম্বাবুয়ে সফর করেছিল। সেবার টেস্ট ও ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করলেও টি-টোয়েন্টি সিরিজ বাংলাদেশ জেতে ২-১ ব‌্যবধানে।

বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের পূর্ণাঙ্গ সূচি: প্রথম টি-টোয়েন্টি (৩০ জুলাই, বিকেল ৫টা), দ্বিতীয় টি-টোয়েন্টি (৩১ জুলাই, বিকেল ৫টা), তৃতীয় টি-টোয়েন্টি (২ আগস্ট, বিকেল ৫টা), প্রথম ওয়ানডে (৫ আগস্ট, দুপুর ১.৩০ মিনিট), দ্বিতীয় ওয়ানডে (৭ আগস্ট, দুপুর ১.৩০ মিনিট), তৃতীয় ওয়ানডে (১০ আগস্ট, দুপুর ১.৩০ মিনিট)

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: