ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

চ্যাম্পিয়ন সাকিব আসার পর মানসিকতা বদলে গেছে দলের: আফতাব

23 April 2022, 7:25:55

মোহামেডান স্পোর্টিং ক্লাব সুপার লিগে উঠতে পারেনি। তাই তারকা ক্রিকেটার হিসেবে খেলার মধ্যে থাকতে নিয়ম মেনেই লিজেন্ডস অব রূপগঞ্জে নাম লিখিয়েছেন সাকিব আল হাসান।

আগে থেকেই দলের সঙ্গে আছেন জাতীয় দলের সফলতম সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এবার সাকিব যোগ দেওয়াতে পুরো দলের মানসিকতা বদলে গেছে, জানালেন লিজেন্ডস অব রূপগঞ্জের কোচ আফতাব আহমেদ।

আফতাব বলেন, ‘প্রথম থেকে মাশরাফি আমাদের টিমকে চাঙ্গা রাখার চেষ্টা করছে। ওভারঅল সবসময় চাঙ্গাই ছিল। আর সাকিব আসার পর এক্সট্রা অর্ডিনারি। সবার এফোর্ট অনেক বেশি ছিল। সাকিব যেমন চ্যাম্পিয়ন, মাঠেও এমন মানসিকতা ছিল। ওর জন্য বাকি সবারও মানসিকতা একই ছিল।’

লিজেন্ডস অব রূপগঞ্জ কোচ যোগ করেন, ‘ওরা অনেক হেল্পফুল। মাশরাফি প্রথম থেকে সহোযোগিতা করছে অনেক, আর সাকিবও একই। ইনভলভমেন্ট অনেক বেশি, যেটা খুব গুরুত্বপূর্ণ একটা দলের জন্য। ও যে আসলো, গেলো তা কিন্তু না। প্রচুর ইনভলভড। এটা আমাদের দলের জন্য বড় বেনিফিট। সামনে ৩টা ম্যাচ আছে, আমরা আশা করছি একটা একটা ম্যাচ কাউন্ট করব।’

ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগ পর্বে আর তিনটি ম্যাচ বাকি। একটি ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। অন্যদিকে মাশরাফি-সাকিবের লিজেন্ডস অব রূপগঞ্জকে জিততে তো হবেই, তাকিয়ে থাকতে হবে প্রতিপক্ষের ফলের দিকে।

তবে এতসব সমীকরণ নিয়ে ভাবছেন না আফতাব। তার কথা, ‘আমরা প্রথম থেকে যখন খেলছি, আমাদের একটাই লক্ষ্য ছিল চ্যাম্পিয়ন হব। এটা আমরা টার্গেট নিয়ে খেলছি। প্রত্যেক ম্যাচ ২ পয়েন্ট। ২ পয়েন্ট নিয়েই আমরা ভাবছি। কার সাথে খেলছি, এটা কথা না। শেষে কে চ্যাম্পিয়ন হবে, সেটাও পরের ব্যাপার।’

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: