ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

প্রথম ম্যাচেই ১২ লাখ রুপি জরিমান হলো রোহিত শর্মার

28 March 2022, 5:48:37

কোয়ারেন্টিনের কারণে প্রথম ম্যাচে মোস্তাফিজুর রহমানকে পায়নি দিলি ক্যাপিটালস। তবে বাংলাদেশি পেসারকে ছাড়াই আইপিএলের ১৫তম আসরে শুভসূচনা করেছে ঋষভ পন্তের দল।

রোববার মুম্বাইয়ে দিনের প্রথম ম্যাচে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্সকে চার উইকেটে হারিয়েছে দিলি।

আর এ হারের স্বাদ আরো তেতো করে তুলেছে এক দুঃসংবাদ। হারা ম্যাচে উল্টো ১২ লাখ রুপি জরিমানা গুনতে হচ্ছে মুম্বাইয়ের দল রোহিত শর্মাকে। ‘স্লো ওভার রেট’-এর কারণে এ শাস্তির খড়্গ নেমে এসেছে রোহিতের ওপর।

আনুষ্ঠানিক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ধীরগতির ওভার রেটের কারণে ২৭ মার্চ ব্র্যাবোর্ন স্টেডিয়ামে আয়োজিত টাটা আইপিএলের দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ানসের মধ্যকার ম্যাচে মুম্বাইকে শাস্তি দেওয়া হয়েছে। যেহেতু এটি মুম্বাইয়ের প্রথম অপরাধ, সেহেতু দলের কেবল অধিনায়ক রোহিত শর্মাকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।

অবশ্য এমন শাস্তির মধ্যেও স্বস্তি খুঁজতে পারেন রোহিত। প্রথম ভুলের জন্য ১২ লাখ রুপির শাস্তি পেয়েছেন তিনি। এমন ভুল দ্বিতীয় বা তৃতীয়বার করলে জরিমানার অংকটাও দ্বিগুন হয়ে যেতে পারে। আপাতত ১২ লাখ দিয়ে পার পেয়ে যাচ্ছেন তিনি।

আইপিএলের নিয়মে, প্রতি ঘণ্টায় গড়ে ১৪.১১ ওভার শেষ করতে হবে। দিল্লির বিপক্ষের ম্যাচে তার অনেক বেশি সময় নিয়ে নেয় মুম্বাই।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: