ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

দ. আফ্রিকার শক্তিশালী দল নিয়ে রোমাঞ্চিত তামিম

9 March 2022, 5:52:55

পূর্ণ শক্তির দল নিয়ে বাংলাদেশকে ওয়ানডে সিরিজে আতিথেয়তা দেওয়ার অপেক্ষায় দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। আইপিএল ও ওয়ানডে সিরিজ একদম কাছাকাছি হওয়ায় ধারণা করা হচ্ছিল, কুইন্টন ডি কক, কাগিসো রাবাদারা আইপিএলকেই বেছে নিবেন। কিন্তু আইপিএলে ডাক পাওয়া ৮ ক্রিকেটারকেই বাংলাদেশ সিরিজে পাচ্ছে দক্ষিণ আফ্রিকা। বিষয়টিকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

বাংলাদেশি ওপেনারের মতে, শক্তিশালী দলের বিপক্ষে খেললে নিজেদের ভুল, দুর্বলতা বের করা যায়। আবার তাদের বিপক্ষে ভালো করলে পাওয়া যায় আত্মবিশ্বাস। বুধবার (৯ মার্চ) মিরপুরে ঐচ্ছিক অনুশীলন শেষে তামিম বলেছেন, ‘আমি মনে করি এটা (দক্ষিণ আফ্রিকা পূর্ণ শক্তির) আমাদের জন্য ভালো হয়েছে। আমরা যখন বিশ্বকাপে খেলব, তখন প্রত্যেক দল নিজেদের সেরা দলটাকে নিয়ে আসবে। আমার কাছে মনে হয়, সেরা দলটার সঙ্গে যে আমরা খেলছি এটা আমাদের ইতিবাচক দিক। একদিকে আমরা আমাদের দুর্বলতা বের করতে পারব। যেটা নিয়ে আমরা কাজ করতে পারি। একইসঙ্গে আমরা যদি ওদের বিপক্ষে সফল হই তাহলে প্রচুর আত্মবিশ্বাস অর্জন করতে পারব। আমি খুব খুশি যে তারা পূর্ণ শক্তির দল নিয়ে খেলছে।‘

আইপিএলে দল পাওয়া রাবাদা, লুঙ্গি এনগিডি, রাসি ফন ডার ডুসেন, ডেভিড মিলার, কুইন্টন ডি কক, এইডেন মার্করাম, ডোয়াইন প্রিটোরিয়াস ও মার্কো জানসেন খেলবেন বাংলাদেশের বিপক্ষে। পূর্ণ শক্তির দল পাওয়ায় স্বাভাবিকভাবেই এগিয়ে থাকবে প্রোটিয়ারা। তামিমও মানেন, ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা প্রবল শক্তিশালী দল। তবে এবার তাদের বিপক্ষে জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করছেন না। আইসিসি ওয়ানডে সুপার লিগে পয়েন্ট তালিকায় নিজেদের ভালো অবস্থান শক্ত করার জন্য পয়েন্ট পেতে মুখিয়ে বাংলাদেশ। তার হাত ধরে বাংলাদেশ সুপার লিগে ভালো করছে। ১৫ ম্যাচে ১০ জয়ে ১০০ পয়েন্ট নিয়ে রয়েছে সবার ওপরে।

অথচ যখন মাশরাফির জায়গায় তামিমকে অধিনায়ক করা হয়েছিল তখন তীব্র সমালোচনাও হয়েছিল। কিন্তু তার হাত ধরেই সরাসরি বিশ্বকাপ খেলার অপেক্ষায় বাংলাদেশ। নিজের অধিনায়কত্বকে কীভাবে মূল্যায়ন করেন, এই প্রশ্নে খোলা মনে তামিম বলেছেন, ‘আমি কেমন অধিনায়ক, দলের প্রতি কতটা অবদান রাখতে পারছি সেটা আমি কখনোই নিজে মূল্যায়ন করতে পছন্দ করি না। অন্যরা আমাকে মূল্যায়ন করবেন। এখন পর্যন্ত যেভাবে যাচ্ছে তাতে আমি খুশি। দুটি ম্যাচের কথা ভাবলে আমার কষ্ট লাগে, একটি শ্রীলঙ্কার বিপক্ষে অন্যটি আফগানিস্তানের বিপক্ষে। আমরা আধিপত্য বিস্তার করলেও সিরিজটা কিন্তু সেই দাপট দেখিয়ে শেষ করতে পারিনি। ওদিক থেকে কিছুটা হতাশার। তবে জীবন এভাবেই চলবে। আপনি চ্যালেঞ্জ করবেন, আপনাকেও সেই চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে।’

সঙ্গে নিত্যদিন প্রতিটি পরিস্থিতি থেকে নিজেকে ঝালিয়ে নিচ্ছেন সেই কথাও তামিম জানিয়ে রাখলেন, ‘আমি ১২-১৪টা ম্যাচ (হবে ১৮) অধিনায়কত্ব করেছি। আমার কাছে মনে হয় প্রত্যেকটা ম্যাচ আমার জন্য শেখার জায়গা। প্রত্যেকটা ম্যাচে আমাকে ভিন্ন ভিন্ন পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। সেগুলো থেকে আমি শিখেছি। আমার জন্য প্রত্যেকটি ম্যাচ শেখার মঞ্চ। প্রত্যেকটা ম্যাচে নতুন পরিস্থিতি থাকে শেখার জন্য।’

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: