ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

১৯৩ রানের ইনিংস খেলে ৩ রেকর্ড ফখর জামানের

5 April 2021, 11:59:41

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩৪২ রানের লক্ষ্য তাড়া করে ২৫তম ওভারে ১২০ রানে ৫ উইকেট হারায় পাকিস্তান।

বড় রকম পরাজয় নিশ্চিত জেনে হয়তো পাক ক্রিকেটের অনেক সমর্থক টিভি সেটের সামনে থেকে সরেই গিয়েছিলেন।

আর সেই ম্যাচ মাত্র ১৭ রানে হারল পাকিস্তান। ম্যাচকে এমন জমিয়ে তোলার একমাত্র নায়ক ফখর জামান।

রোববার জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের বাঁহাতি ওপেনার ফখর জামান একাই লড়লেন।

স্কোরবোর্ডে জমা করা ৩২৪ রানের মধ্যে ফখরের একারই সংগ্রহ ১৯৩ রান। ১৮ বাউন্ডারি আর ১০ ছক্কার মারে এই অনবদ্য ইনিংস সাজিয়েছেন ফখর জামান।

এমনই অতিমানবীয় ইংনিংস খেললেন ফখর। দলকে জয় এনে দিতে না পারলেও বেশ কিছু রেকর্ড ভেঙেছেন তিনি।

প্রথমত অসি ব্যাটসম্যান শেন ওয়াটসনের রেকর্ডটি ভাঙলেন ফখর।

এতদিন ধরে ওয়ানতেডে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ রানের ইনিংসের মালিক ছিলেন ওয়াটসন।

বাংলাদেশের বিপক্ষে ২০১১ সালে ১৮৫ রানের ইনিংস খেলেছিলেন এই অসি অলরাউন্ডার। এবার রান তাড়ার ইনিংসে ফখর জামান করলেন ১৯৩।

দ্বিতীয়ত ফখর জামানই প্রথম পাকিস্তানি ব্যাটসম্যান যিনি দুবার দেড়শ ছাড়ানো ইনিংস খেললেন। এর আগে একটি ওয়ানডেতে তিনি ২১০ রানের ইনিংস খেলেছিলেন।

তৃতীয়ত ফখরের এই ১৯৩ রানের ইনিংসটি ওয়ান্ডারার্সের সবচেয়ে বড় ইনিংস। এমনকি দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডেতে এত বড় ইনিংস কেউ খেলতে পারেননি।

রোববার ১৭ রানে পাকিস্তানকে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ১-১ এ সমতায় ফিরল স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। সিরিজের শেষ ওয়ানডেটি তাই সিরিজ নির্ধারণী। বুধবার সেঞ্চুরিয়নে অনুষ্ঠিত হবে সেই ম্যাচটি।

তথ্যসূত্র: ক্রিকইনফো

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: