ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

মৃত্যুঞ্জয়ের কাছেই হারলেন তামিম-নাইমরা

8 February 2022, 9:42:58

বিপিএলের শুরু থেকেই আলোচনায় মৃত্যুঞ্জয় চৌধুরী। বিপিএলে অভিষেক ম্যাচেই সিলেটের বিপক্ষে হ্যাটট্রিক করে আলোচনা আসেন সাতক্ষীরার ২০ বছর বয়সী এই তরুণ পেসার।

নিজের তৃতীয় ম্যাচে সাকিব-গেইলদের বরিশালের বিপক্ষে ২ ওভারে মাত্র ১২ রানে শিকার করেন ৪ উইকেট মৃত্যুঞ্জয়।

মঙ্গলবার মৃত্যুঞ্জয়ের কারণেই নিশ্চিত জয়ের ম্যাচে হেরে গেল মাশরাফি-তামিম-মাহমুদউল্লাহ-নাইম শেখদের নিয়ে গড়া তারকা খচিত দল ঢাকা।

এ দিন চট্টগ্রামের বিপক্ষে জয়ের জন্য শেষ ওভারে ঢাকার প্রয়োজন ছিল মাত্র ৯ রান। ৭৩ রানে উইকেটে ছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকাবল। তাকে সঙ্গ দিচ্ছিলেন কায়েস আহমেদ। তামিম উইকেটে থাকায় জয়ের স্বপ্ন দেখেছিল ঢাকা। কিন্তু তাদের সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত করেন মৃত্যুঞ্জয়।

২০তম ওভারের প্রথম বলেই কায়েস আহমেদের উইকেট তুলে নেন মৃত্যুঞ্জয়। পরের দুই বলে কোনো রান নিতে পারেননি জাতীয় দলের ওপেনার মোহাম্মদ নাইম শেখ। চতুর্থ বলে ওয়াইড দেন মৃতুঞ্জয়। পরের বলে সিঙ্গেল নিয়ে প্রান্ত বদল করে তামিম ইকবালকে স্ট্রাইকে পাঠান নাইম।

জয়ের জন্য শেষ দুই বলে ঢাকার প্রয়োজন ছিল ৭ রান। পঞ্চম বলে বাই রানের সুবাদে প্রান্ত বদল করে নেন তামিম। তার উচিত ছিল সিঙ্গেল রান না নিয়ে স্ট্রাইক ধরে রাখা। শেষ বলে নো দেন মৃত্যুঞ্জয়। অতিরিক্ত এক রান আর এক বল পেয়েও কাজে লাগাতে পারেননি জাতীয় দলের ওপেনার নাইম।

শেষ বলে জয়ের জন্য ঢাকার প্রয়োজন ছিল ৫ রান, জয় ছিনিয়ে নিতে হলে নাইমকে ছক্কা হাঁকাতে হতো। কিন্তু তিনি সিঙ্গেল রানের বেশি নিতে পারেননি।

১৪৯ রানের মাঝারি স্কোর তাড়া করতে নেমেও তীরে গিয়ে তরী ডুবায় বিপিএলের তারকা খচিত দল ঢাকা। হেরে যায় মাত্র ৩ রানে। ৫৬ বলে ৬টি চার ও তিন ছক্কায় ৭৩ রান করে অপরাজিত থাকেন তামিম। ২৪ রান করে ফেরেন জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। ২২ রান করেন জাতীয় দলে ‘সাবেক’ হয়ে যাওয়া শুভাগত হোম চৌধুরী।

মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে শামিম হোসেনের ফিফটির সুবাদে ৬ উইকেটে ১৪৮ রান করে চট্টগ্রাম। ৩৭ বলে পাঁচটি চার ও এক ছক্কায় ৫২ রান করেন শামিম। ২৭ রান করেন অধিনায়ক আফিফ হোসেন। ২৬ রান করেন জ্যাক উইলস। ২৪ রান করেন বেনি হাওয়েল।

সংক্ষিপ্ত স্কোর

চট্টগ্রাম: ২০ ওভারে ১৪৮/৪ রান (শামিম ৫২, আফিফ ২৭, উইল জ্যাকস ২৬, বেনি হাওয়েল ২৪*)।

ঢাকা: ২০ ওভারে ১৪৫/৬ রান (তামিম ৭৩*, মাহমুদউল্লাহ ২৪, শুভাগত হোম ২২/শরিফুল ২/২৮, মৃত্যুঞ্জয় ২/২১)।

ফল: চট্টগ্রাম ৩ রানে জয়ী।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: