ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

লতার মৃত্যুতে ক্রীড়াঙ্গনে শোকের ছায়া

6 February 2022, 6:48:38

বার্ধক্যজনিত জটিলতায় পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন ভারতীয় কিংবদন্তি সংগীত শিল্পী লতা মঙ্গেশকর। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯২ বছর। ভারতের নাইটিঙ্গেল খ্যাত এই ক্রিকেটারের মৃত্যুতে ক্রীড়াঙ্গনে যেন শোকের ছায়া পড়েছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরাট কোহলি থেকে শুরু করে ভিভিএস লক্ষ্মণরা লতার মৃত্যুতে দুঃখ ও শোক প্রকাশ করেছেন। কোহলি লিখেছেন, ‘লতা জির মৃত্যুর খবর শুনে খুবই মর্মাহত। তার সুরেলা সঙ্গীত বিশ্বের লাখ লাখ মানুষের হৃদয় স্পর্শ করেছিল। দারুণ গান ও স্মৃতির জন্য আপনাকে ধন্যবাদ। তার পরিবার ও ভালোবাসার মানুষদের জানাই আমার গভীর সমবেদনা।’

লক্ষ্মণ লেখেন, ‘ভারতের রত্ন লতা মঙ্গেশকর দিদির মৃত্যুর খবর পেয়ে ব্যথিত। তার কণ্ঠ ও সুর অমর হয়ে থাকবে। তার পরিবার, বন্ধু ও সারা বিশ্বে ছড়িয়ে থাকা ভক্তদের প্রতি সমবেদনা।’

ভারতীয় সাবেক ক্রিকেটার বীরেন্দর শেবাগ লেখেন, ‘ভারতের বুলবুল পাখি। তার কণ্ঠ স্বর অনুরণিত হয়েছে, সারা বিশ্বের লাখ লাখ মানুষকে সুখানুভূতি দিয়েছে এবং আনন্দিত করেছে। তার পরিবার ও ভক্তদের জানাই আন্তরিক সমবেদনা।’

শুধু ভারতেরই নয়, লতার মৃত্যুতে শোকের ছাড়া পড়েছে পাকিস্তান এবং শ্রীলঙ্কাতেও। পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি রমিজ রাজা লেখেন, ‘লতা মঙ্গেশকর করুণা, নম্রতা ও সরলতার প্রতীক ছিলেন। তার মহত্ত্ব সবার জন্য একটি শিক্ষা। কিশোর কুমার এবং এখন তার মৃত্যু আমাকে শোকাচ্ছন্ন করেছে।’

শ্রীলঙ্কা জাতীয় দলের অধিনায়ক দিমুথ করুণারত্নেও শোক প্রকাশ করে লেখেন, ‘কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর শুনে খুবই মর্মাহত। শান্তিতে ঘুমান।’

এদিকে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আহমেদাবাদ স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে খেলতে নামার সময় মাঠেই শোক প্রকাশ ক্রিকেটাররা।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: