ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

বিপিএল: তৃতীয় পর্ব শেষে শীর্ষ চারের দৌঁড়ে এগিয়ে যারা

5 February 2022, 5:31:58

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে এরই মধ্যে লিগ পর্যায়ের তৃতীয় পর্ব শেষ হয়ে গেছে। অর্ধেকেরও বেশি ম্যাচ খেলে ফেলেছে দলগুলো। আগামী সোমবার (৭ ফেব্রুয়ারি) থেকে সিলেটে শুরু হবে চতুর্থ পর্ব। চলুন তার আগে দেখে নেওয়া যাক শেষ চারের দৌঁড়ে কারা এগিয়ে আছে।

এই মুহূর্তে ৬ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় স্থানে থাকা ফরচুন বরিশালের পয়েন্টও ৯। তবে তারা এক ম্যাচ বেশি খেলেছে। ৭ ম্যাচ খেলে ৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে মিনিস্টার ঢাকা। চতুর্থ স্থানে থাকা খুলনা টাইগার্সের ৬ ম্যাচে ৬ পয়েন্ট। পঞ্চম স্থানে রয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তারা সবচেয়ে বেশি ৮ ম্যাচ খেললেও পয়েন্ট মাত্র ৬। আর তালিকায় সবার তলানিতে থাকা সিলেট সানরাইজার্সের পয়েন্ট ৬ ম্যাচে ৩।

শীর্ষে থাকা কুমিল্লার খেলা রয়েছে আরও ৪টি। প্রতিপক্ষ বরিশাল, সিলেট এবং খুলনা। এর মধ্যে আবার খুলনার বিপক্ষে দুইটি ম্যাচ বাকি। বরিশালের বাকি থাকা ৩ ম্যাচের প্রতিপক্ষ কুমিল্লা, সিলেট এবং ঢাকা। আর ঢাকার প্রতিপক্ষ চট্টগ্রাম, খুলনা এবং বরিশাল। খুলনার প্রতিপক্ষ সিলেট, ঢাকা ও কুমিল্লা (২টি ম্যাচ)। চট্টগ্রামের প্রতিপক্ষ ঢাকা ও সিলেট। তলানিতে থাকা সিলেটের প্রতিপক্ষ খুলনা, বরিশাল, কুমিল্লা ও চট্টগ্রাম।

এখন সিলেট ও চট্টগ্রামকে শেষ চারে যেতে হলে তাদের সবগুলো ম্যাচই জিততে হবে। চট্টগ্রাম এক ম্যাচ পরাজিত হলেই টুর্নামেন্ট থেকে বিদায় নেবে। বরিশাল ও কুমিল্লা আর একটি করে ম্যাচ জিতলেই তাদের শেষ চার অনেকটাই নিশ্চিত। তখন পয়েন্ট হবে ১১। আর ঢাকাকে জিততে হবে আরও অন্তত দুই ম্যাচ। তখন তাদের পয়েন্ট দাঁড়াবে ১১। খুলনাকেও আরও অন্তত দুই ম্যাচ জিততে হবে। তখন তাদের পয়েন্ট হবে ১০। তবে এখন পর্যন্ত কোনো দলেরই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়নি। অর্থাৎ সব দলেরই সম্ভাবনা আছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: