ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের তিনে তিন

31 January 2022, 5:14:30

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ প্রিমিয়ার লিগে(বিপিএল) দিনের প্রথম ম্যাচে স্বাগতিক চট্টগ্রামকে ৫২ রানের বড় ব্যবধানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তাতেই পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নেয় দলটি। ম্যাচের শুরুতে ব্যাট করে ১৮৩ রান করে কুমিল্লা। রান তাড়া করতে নেমে ১৩১১ রানে থামে চট্টগ্রামের ইনিংস।

বিপিএলের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে সিলেট সানরাইজার্সের বিপক্ষে জয় নিয়ে মিশন শুরু করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দ্বিতীয় ম্যাচে ইমরুল কায়েসরা জেতে ফরচুন বরিশালের বিপক্ষে। নিজেদের তৃতীয় ম্যাচে চট্টগ্রামের বিপক্ষে খেলতে নামে দলটি।

ম্যাচের শুরুতে টস জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক নাঈম ইসলাম। ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে ওপেনার মাহমুদুল হাসান জয়। আউট হওয়ার আগে জয় করেন ১ রান।

দ্বিতীয় উইকেটে খেলতে নেমে লিটন দাসের সঙ্গে ৮০ রানের জুটি গড়েন ফাফ ডু প্লেসিস। তাতেই বাড়তে থাকে দলীয় স্কোর। ৪৭ রান করে লিটন আউট হওয়ার পর ১ রানে ফেরেন দলনেতা ইমরুল কায়েসও। এদিকে আপনতালে খেলতে থাকেন ডু-প্লেসিস। শেষ পর্যন্ত তাকে সঙ্গ দেন। এ সময় দুজন মিলে তুলেন অপ্রতিরোধ্য ৯৭ রানের জুটি।

এই দুজন ব্যাটারই ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন। ডেলপোর্ট মাত্র ২৩ বলে ৫১ রান করে অপরাজিত থাকেন। এদিকে ৫৫ বল খেলে ৮৩ রানে অপরাজিত থাকেন ডু-প্লেসিস।

রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই তিন উইকেট হারায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৪ রান করে করেন কেনার লুইস এবং আফিফ হোসেন। আর ৫ রানে আউট হন সাব্বির রহমান রুম্মন।

ক্রিজের একপ্রান্তে ওপেনার উইল জ্যাক আপনতালে খেলতে থাকলেও তাকে সঙ্গ দিতে পারেননি কেউই। ১০ রানে মিরাজ, ৮ রানে নাঈম, ২ রানে হাওয়েল, ১৩ রানে মৃত্যুঞ্জয়, ১ রানে নাসুম এবং ৪ রানে শরিফুল ইসলাম আউট হন।

এদিকে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করার পর ৬৯ রানে সাজঘরে ফেরেন ওপেনার উইল জ্যাক। আর ৬ রানে অপরাজিত থাকেন রেজাউর রহমান রাজা।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: