- কৈশোরে পা রাখা সন্তানের খাবার তালিকায় যা রাখবেন
- স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলার আহ্বান প্রধান উপদেষ্টার
- ত্বকের ঔজ্জ্বল্য বাড়াবে ধনে পাতা!
- দানবে রূপ নেবে শক্তিশালী ঝড় মিল্টন
- মানহানির মামলা: বরখাস্ত ম্যাজিস্ট্রেট উর্মিকে আদালতে হাজির হতে সমন
- যেসব আমলে জীবন কল্যাণময় হয়
- দুর্গাপূজা শুধু হিন্দুদের নয়, এটি এখন সার্বজনীন উৎসব : প্রধান উপদেষ্টা
- রক্ত পরিশোধিত করে পটল
- মুক্তি পেলেন সাবের হোসেন চৌধুরী
- পূজার স্পেশাল রেসিপি: ‘মুরাদাবাদী চিকেন বিরিয়ানি’
নিউজিল্যান্ডে দ্বিতীয় টেস্টে বাংলাদেশের যে সুবিধা দেখছেন সাকিব
যুক্তরাষ্ট্রে বসে টিভিতে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড বধ দেখেছেন সাকিব আল হাসান দেখেছেন। দেখেছেন মাউন্ট মঙ্গানুইয়ে পেসার ইবাদতে দাপট।
ইবাদতের এমন দাপুটে বোলিং ক্রাইস্টচার্চেও হলে দ্বিতীয় টেস্টেও জয় পেতে পারে বাংলাদেশ।
কিন্তু ক্রাইস্টচার্চের সবুজ উইকেট বে ওভালের চেয়ে অনেকটাই ভিন্ন। সে অর্থে দ্বিতীয় ও শেষ টেস্ট বাংলাদেশের জন্য আরও বড় চ্যালেঞ্জ।
তবে সেই টেস্ট নিয়ে ভীত নন সাকিব আল হাসান। তার মতে, ক্রাইস্টচার্চেও বাংলাদেশ দল সুবিধা পাবে।
কি সেই সুবিধা? শনিবার একটি প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হওয়ার আনুষ্ঠানে সে কথাই জানালেন সাকিব।
নিজের অভিজ্ঞতা আর ক্রিকেটবোধ থেকে সাকিব বললেন, ‘সবুজ উইকেট হলেও আমাদের জন্য যে সুবিধাটা থাকবে, সেটা হলো আমাদের যে তিনজন বোলার আছে, তারাও খুব ভালো বোলিং করেছে বর্তমানে। স্পিনার মিরাজও অসাধারণ বোলিং করেছে। নিউজিল্যান্ডকেও আমাদের বোলারদেরও মুখোমুখি হতে হবে।’
প্রথম টেস্টের দুর্দান্ত জয়ের আত্মবিশ্বাসটাও দ্বিতীয় ম্যাচে প্রভাব ফেলবে বলে মনে করেন সাকিব।
বিশ্বসেরা অন্যতম অলরাউন্ডার বলেন, ‘স্বাভাবিকভাবেই এ রকম একটা ম্যাচ জেতার পর সবাই অনেক আত্মবিশ্বাসী থাকে। আমি আশা করব, এই আত্মবিশ্বাসটা যেন কাজে লাগে। কাজে লাগবেই, এমন নয়। তবে কাজে লাগলে খুব ভালো হবে।’
তবে টসে জেতাকে বড় ফ্যাক্টর হিসেবে মনে করেন সাকিব। বললেন, প্রথম দিনটা গুরুত্বপূর্ণ হবে। টস জেতাটা গুরুত্বপূর্ণ হবে। আমার মনে হয়, টস জেতাটা এই টেস্টে সবচেয়ে বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। কারণ, নিউজিল্যান্ডে সব সময় দ্বিতীয়-তৃতীয় দিনে উইকেটটা খুবই ভালো থাকে। সে কারণে টস জিতে যদি ফিল্ডিং নেওয়া যায়, আমার মনে হয় সেটা সবচেয়ে ভালো হবে দলের জন্য।’
আর যদি টসে হেরে যান মুমিনুল হক?
সহাস্যে সাকিবের জবাব, ‘টস না জিতলে হয়তো কঠিন হয়ে যাবে সবকিছু। তবে আমার ধারণা, প্রথম ম্যাচ থেকে যে আত্মবিশ্বাস পেয়েছে আমাদের দল, সেটা তারা খুব ভালোভাবে কাজে লাগাতে পারবে।’
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: