- শেরপুরে বন্যায় ৮ জনের প্রাণহানি
- সাবের হোসেন চৌধুরীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ২৫ হাজার কোটি টাকা
- শীত কবে আসবে, জানালো আবহাওয়া অফিস
- পালিয়ে দিল্লি গেলেন পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল
- সরকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর: ড. ইউনূস
- হিজবুল্লাহর রকেটের আঘাতে কাঁপল ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর
বিসিবির প্রধান নির্বাচক নান্নু করোনায় আক্রান্ত
করোনায় আক্রান্ত হয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। বুধবার সন্ধ্যায় নিজেই গণমাধ্যমকে করোনা পজিটিভ রিপোর্ট পাওয়ার কথা নিশ্চিত করেছেন। যদিও তার ধারণা ফলস রিপোর্ট এসেছে।
বিকালেই নান্নু সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন। কথা বলেছেন বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয় নিয়ে।
করোনায় আক্রান্ত হলেও তার শরীরে এখন পর্যন্ত কোনো উপসর্গ ধরা পড়েনি। নান্নুর ধারণা, ফলস পজিটিভ এসেছে তার করোনা পরীক্ষার ফলাফল। তবে নিয়ম মেনে তিনি এখন ব্যক্তিগত আইসোলেশনে আছেন।
নান্নুর করোনা পজিটিভ হওয়ার খবর আসার ঠিক আগের দিনই আক্রান্ত হয়েছেন বিসিবির আরেক পরিচালক তানভীর আহমেদ টিটু। মঙ্গলবার তার করোনা পজিটিভ আসে।
নান্নু বলেন, ‘আজ কোভিড টেস্ট করিয়েছিলাম। সন্ধ্যায় রেজাল্ট হাতে পেয়েছি। পজিটিভ এসেছে। তেমন কোনো উপসর্গ নেই। আলহামদুলিল্লাহ্ ভালো আছি। হয়তো ফলস পজিটিভ। আবার পরীক্ষা করাব। আমার জন্য দোয়া করবেন।’
গেল বছরের শেষ দিনে নির্বাচক কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরও তিনিই আছেন দায়িত্বে। প্রধান নির্বাচক হিসেবে আরও কাজ করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি।
সম্প্রতি জাতীয় দলের অধিনায়ক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েন নান্নু। বিষয়টি নিয়ে বিসিবিও বিব্রত।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: