ভারতের কাছে হেরে স্বপ্নভঙ্গ যুবা টাইগারদের
সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে ১০৩ রানের বিশাল ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ফাইনালে ওঠা হলো না যুবা টাইগারদের।
বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠানোর সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক রাকিবুল হাসান। ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৪৩ রান সংগ্রহ করতে সক্ষম হয় ভারত অনূর্ধ্ব-১৯ দল। ২৪৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৩৮.২ ওভারে ১৪০ রানেই অলআউট হয়ে যায় বাংলাদেশ।
এর আগে গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে পা রেখেছিল বাংলার যুবারা। কিন্তু শেষ চারে ভারত বাঁধা পার হতে পারলো না।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: