ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

টস জিতে বোলিং নিলেন লিটন

1 April 2021, 2:06:42

আজ অকল্যান্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি-২০ ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অধিনায়ক লিটন। ইনজুরির কারণে আজ খেলতে পারছেন না নিয়মিত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি খেলতে না পারায় অধিনায়কত্ব করতে পারেন লিটন দাস।

বৃষ্টির কারণে নির্ধারিত সময় থেকে আড়াই ঘণ্টা পর শুরু হচ্ছে এই ম্যাচ। যার কারণে খেলা হবে ১০ ওভারে। পাওয়ার প্লে হবে ৩ ওভার।

এই ম্যাচের মধ্য দিয়ে শেষ হবে এবারের নিউজিল্যান্ড সফর। আগামী ৪ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের।

আরও পড়ুন:
আজ অধিনায়কত্ব করতে পারেন লিটন দাস

সফরে টানা হারের পর একমাত্র সান্ত্বনার জয় খোঁজা, নিউজিল্যান্ডে জয়ের স্বাদ পাওয়ার আপাতত শেষ সুযোগ আজ বাংলাদেশের সামনে। তবে ইডেন পার্কে আজ সেই মঞ্চ ভাসিয়ে নিতে পারে বৃষ্টি। আবহাওয়ার পূর্বাভাস বলছে, ম্যাচের সময় বৃষ্টি হবে।

বাংলাদেশের বাঁহাতি ওপেনার সৌম্য সরকার বলেছেন, নিউজিল্যান্ডের মাটিতে ম্যাচ জেতা অবশ্যই সম্ভব। তবে এজন্য ব্যাটিং, বোলিং, ফিল্ডিং—তিন বিভাগে সমানভাবে জ্বলে উঠতে হবে।

অকল্যান্ডে আজ না জিতলে, এত বছরেও নিউজিল্যান্ডের মাটিতে একটি জয় না পাওয়ার আক্ষেপ নিয়েই ফিরতে হবে মাহমুদউল্লাহদের।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: