ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

নারী ক্রিকেটারদের বেতন বাড়ছে

25 December 2021, 12:45:32

৬ মাসের ব্যবধানে বেতন বাড়ানো হচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেটারদের। এর আগে চলতি বছরের জুন মাসে তাদের বেতন বাড়ানো হয়েছিল। এবার আগের বেতনের চেয়ে ৩৩ শতাংশ বেশী বেতন পাবেন তারা।

শুক্রবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দ্বিতীয় বোর্ড সভা শেষে এই ঘোষণা দেন সভাপতি নাজমুল হাসান পাপন।

পাপন বলেন, ‘গত বছর ওদের (মেয়েদের) ছেলেদের তুলনায় অনেকটা ভালো করেছি। এবার আমরা আরো ভালো করার জন্য একটা প্রস্তাব দিলাম, বিশেষ করে যারা নাকি ভালো খেলে। স্বাভাবিক ভাবে আমরা ১০-১৫ ভাগ করি, তো আমার জানা মতে এবার ৩৩ ভাগ বাড়ানো হচ্ছে।’

তিনি আরও যোগ করেন, ‘নতুন চুক্তিতে ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটাররা প্রতি মাসে পাবেন ৬০ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরিতে জায়গা পাওয়া ক্রিকেটারদের বেতন হবে ৪৮ হাজার টাকা। এছাড়া ‘সি’ ও ‘ডি’ ক্যাটাগরিতে থাকা নারী ক্রিকেটাররা পাবেন যথাক্রমে ৩৬ হাজার ও ২৫ হাজার টাকা।’

বর্তমান চুক্তিতে চার ক্যাটাগরিতে মোট ২২ জন ক্রিকেটার বোর্ড থেকে কেন্দ্রীয় চুক্তির আওতায় পারিশ্রমিক পাচ্ছেন। ইতিপূর্বে ১৯ জন বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে থাকার সুযোগ পেতেন।

এদিকে আগামী বছরের জন্য ৮৯ জন প্রথম শ্রেণির ক্রিকেটারের সাথে চুক্তি করছে বিসিবি। নাজমুল হাসান পাপন বলেন, ‘প্রথম শ্রেণির ক্রিকেটারদের ৮৯ জন ক্রিকেটারের চুক্তির বিষয়টি আজ অনুমোদন দেওয়া হল, আগামী বছরের জন্য।’

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: