ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

অনন্য রেকর্ড গড়লেন বাবর আজমরা

14 December 2021, 4:41:52

দুরন্ত পারফরম করেও টি-টোয়েন্টি বিশ্বকাপ হাতছাড়া হয়ে যায় বাবর আজমদের। সেই আক্ষেপ কিছুটা হলেও ঘুচল পাকিস্তানের দর্শকদের।

বিশ্বকাপের পর বাংলাদেশকে হোয়াইটওয়াশ করেছে। ক্যারিবীয়দের বিপক্ষে শুরু হওয়া সিরিজেও দারুণ সূচনা করেছে পাকিস্তান।

সোমবার প্রথম টি-টোয়েন্টিতে ক্যারিবীয়দের ধরাশায়ী করেন সাকলায়েনের শিষ্যরা। এর মধ্য দিয়ে বিশ্বক্রিকেটে অনন্য নজির গড়া হয়ে গেছে পাকিস্তানের।
এক পঞ্জিকাবর্ষে ১৮টি ম্যাচ ইতোমধ্যে জিতে নিয়েছেন বাবররা। বিশ্বে আর কোনো দলের এক বছরে এত বেশি ম্যাচ জেতার নজির নেই।

এর আগে ২০১৮ সালে ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল পাকিস্তান। এতদিন পর্যন্ত সেটিই ছিল বিশ্বরেকর্ড। মঙ্গলবার নিজেদের গড়া রেকর্ডই ভাঙলেন বাবররা।

তারুণ্যনির্ভর পাকিস্তান টি-টোয়েন্টি দলটি দুর্দান্ত খেলছে। সবশেষ খেলা ১১ ম্যাচের মধ্যে ১০টিতেই জয়ী হয়েছে। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটি হেরেছিল তারা।

এক বছরে বাবর আজমরা ২৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেন। এর মধ্যে মাত্র ছয়টি হেরেছেন। তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে সোমবার ৬৩ রানের জয়ে নতুন উচ্চতায় পা রাখে পাকিস্তান।

এই বছর সবচেয়ে বেশি ম্যাচও অবশ্য খেলেছে পাকিস্তান। সেখানে তারা স্পর্শ করেছে বাংলাদেশের রেকর্ড।

২০২১ সালে ২৭টি টি-টোয়েন্টি খেলে রেকর্ড গড়েছিল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সোমবারের ম্যাচ নিয়ে রেকর্ডে ভাগ বসায় পাকিস্তান। মঙ্গলবারই রেকর্ডটি নিজেদের করে নেবেন বাবর আজমরা। এর পর সিরিজের শেষ ম্যাচ দিয়ে তারা আরও বাড়িয়ে নেবেন রেকর্ড।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: