ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

টি-টোয়েন্টি কঠিন ফরম্যাট: মাহমুদউল্লাহ

11 December 2021, 12:19:54

বছর না ঘুরতেই আরও একটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। আগামী বছর অক্টোবর-নভেম্বরে অনুষ্ঠেয় আসরটির আয়োজক বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। যা পেসারদের জন্য স্বর্গ বললেও ভুল হবে না। গতিময়-বাউন্সি উইকেট এখানে পাওয়াই যায় না বলা যায়। তার ওপর দেশটিতে এখন পর্যন্ত কোনো টি-টোয়েন্টি সিরিজও খেলেনি টাইগাররা। সেরকম কোনো অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও আগামী বিশ্বকাপে ভালো করতে আশাবাদি মাহমুদউল্লাহ রিয়াদ। সেজন্য ব্যাটারদের আরও ভালো করার তাগিদ দিলেন টি-টোয়েন্টি অধিনায়ক।

মাহমুদউল্লাহ বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি অস্ট্রেলিয়ার কন্ডিশন খুবই ভালো। ট্রু বাউন্স, ট্রু পেস থাকে। এখন বিষয়টা আমাদের ওপর, কীভাবে আমরা জিনিসটা হ্যান্ডেল করি। আগে যে জিনিসটা বলে আসছি, সম্ভবত আমাদের ব্যাটিং ইউনিটকে আরও ভালো করতে হবে। বোলিং ইউনিট আমি মনে করি ধারাবাহিকভাবে ভালো করছে। কিছু ছোটখাটো জিনিস আছে সেগুলো আমরা যদি ধারাবাহিকভাবে প্রতিটি সিরিজে উন্নতি করি তবে ইনশাআল্লাহ আমরা খুব ভালো কিছু অর্জন করতে পারবো।’গত বিশ্বকাপের ব্যর্থতার ঘা এখনো শুকায়নি। তারই মাঝে ঘরের মাটিতে পাকিস্তানের কাছে টি-টোয়েন্টি ও টেস্টে পেতে হয়েছে ধবলধোলাইয়ের স্বাদ। সবমিলিয়ে বছরটা অম্লমধুর অভিজ্ঞতায় শেষ হলো বাংলাদেশের। তবে এখান থেকে ইতিবাচক জিনিসটাই নেওয়ার চেষ্টা করছেন মাহমুদউল্লাহ।

আগামী বছর অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ

তিনি বলেন, ‘হ্যাঁ অবশ্যই শেষ বিশ্বকাপ ও পাকিস্তান সিরিজ আমাদের ভালো ক্রিকেট আমরা খেলতে পারিনি। কিন্তু পুরো বছরটা দেখেন, আমরা খুব ভালো ক্রিকেট খেলেছি। হোম কন্ডিশনে শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের সঙ্গে সিরিজ। তাই এখানে কিছু পজিটিভ আছে। এর আগেও যখন আমরা জিনিসগুলো কামব্যাক করতে পেরেছি, এবারও পারবো ইনশাআল্লাহ।’

আন্তর্জাতিক টি-টোয়েন্টি আবির্ভাবের ১৬ বছরে বাংলাদেশের উন্নতির গ্রাফটা খুব উঁচুতে উঠেনি। একের পর এক সমস্যা রয়েই গেছে কিন্তু মিলেনি সমাধান। তাই আগামী বিশ্বকাপে যে চমক দেখাবে বাংলাদেশ, সেই আস্থাটাও রাখতে পারছেন না কেউ। তবে আস্থা ফেরাতে কী করতে হবে সেটা জানিয়ে দিলেন মাহমুদউল্লাহ।

তিনি বলেন, ‘আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় সম্ভবত টি-টোয়েন্টি অন্যতম কঠিন ফরম্যাট। সব সময় আস্কিং রেট অনেক বেশি থাকে। চাপ থাকে, আশা থাকে। চাপ সব সময় থাকবে। দিনশেষে অনেক সময় আমরা করতে পারি আবার করতে পারি না। রেজাল্ট হোক বা পারফরম্যান্স হোক আমরা একটু ধারাবাহিক হলে আমাদের ওপর ওই আস্থাটাও বাড়বে।’

এদিকে, গতকাল (১০ ডিসেম্বর) উদ্বোধন করা হয়েছে বিসিবি একাডেমি কাপের। দেশের বিভিন্ন প্রান্তের ৯৬টি ক্রিকেট একাডেমি নিয়ে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। ৫০ ওভারের এই প্রতিযোগিতা হবে দুই স্তরে বিভাগীয় ও জাতীয় দলে। টুর্নামেন্টেটি নিয়ে মাহমুদউল্লাহ বলেন, ‘আমিও জাতীয় দলে ঢুকার আগে আমাদেরও প্রথম একাডেমি ফর্ম হয়েছিল এবং আলহামদুলিল্লাহ আমি এর একটি অংশ। একাডেমি একটা ভালো স্টেজ, জাতীয় দলে ঢুকার আগে। এবার আরও বড় পরিসরে হচ্ছে, এটা খুবই ভালো সুযোগ সবার জন্য।’

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: