ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

বার্সেলোনার গলায় বিদায় ঘণ্টা ঝুলিয়ে দিল বায়ার্ন

9 December 2021, 11:57:38

শেষ ষোলয় যেতে হলে ম্যাচে জিততেই হতো বার্সেলোনাকে। কঠিন প্রতিপক্ষ, বায়ার্ন মিউনিখ।

আর বায়ার্নের সামনে পড়লেই যেন কেমন ছন্নছাড়া দলে পরিণত হয় বার্সা। তা মেসি যুগেই হোক বা মেমফিস যুগেই হোক।

এবারও তার ব্যত্যয় ঘটল না। কাতালানদের কোনোপ্রকার ছাড় দেয়নি ব্যাভারিয়ানরা।

বুধবার রাতের ম্যাচে ৩-০ ব্যবধানে হারিয়ে বার্সেলোনার গলায় বিদায়ঘণ্টা বেঁধে দিয়েছে বায়ার্ন।

চ্যাম্পিয়ন্স লিগে বুধবার বার্সেলোনার তাকিয়ে থাকতে হতো বেনফিকার জয়-পরাজয়ের দিকে। বেনিফিকা হারলে বার্সেলোনার হারলেও সমস্যা ছিল না। কিন্তু তারা ড্র করলে, কিংবা জিতে গেলেই হতো সমস্যা। সে সমীকরণ মেলেনি দলটির।

বায়ার্নের কাছে বার্সার হারের দিনে গ্রুপের অন্য ম্যাচে ডিনামো কিয়েভকে ২-০ গোলে হারায় বেনফিকা। ফলে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলতে আর ওঠা হলো না কাতালানদের।

বায়ার্নের মাঠ আলিয়াঞ্জ আরেনায় বুধবার রাতে শুরুতেই দুটো সুবর্ণ সুযোগই পেয়েছিল বার্সেলোনা।
জর্দি আলবার একটা চেষ্টা ঠেকিয়ে দেন বায়ার্নের প্রাচীর ম্যানুয়েল নয়্যার। এর কিছু পর আরও একটা সুবর্ণ সুযোগ নষ্ট করেন উসমান দেম্বেলে।

এরপরই বার্সেলোনার ওপর আক্রমণাত্মক হয়ে ওঠে বায়ার্ন। রবের্ত লেওয়ানডস্কির ক্রস থেকে গোল পেয়ে যান রবার্ট মুলার।

বার্সার বিপক্ষে সাত ম্যাচে তার গোল হলো ৮টি।

গোল শোধ করবে কি প্রথমার্ধের বিরতির একটু আগে লেরয় সানের ৩০ গজ দূর থেকে নেওয়া শটটিও ঠেকাতে পারেননি বার্সা গোলরক্ষক টের স্টেগান।

২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন।

বিরতির পর আলফনসো ডেভিসের পাস থেকে গোল করে বার্সার কফিনে শেষ পেরেকটা ঠুকে দেন জামাল মুসিয়ালা।

তাতে বায়ার্ন পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে চলে যায় শেষ ষোলয়। আর বার্সা ৭ পয়েন্ট নিয়ে ইউরোপা লিগে। দিনের অন্য ম্যাচে কিয়েভকে ২-০ গোলে হারানো বেনফিকা ৯ পয়েন্ট নিয়ে চলে যায় শেষ ষোলয়।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: