ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

বিপিএল শুরু ২৮ জানুয়ারি

3 December 2021, 12:06:12

দীর্ঘ দুই বছর পর আবারও মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। আগামী জানুয়ারিতে টুর্নামেন্টটি শুরু হবে। তবে সময়সূচিতে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৮ জানুয়ারি থেকে শুরু হবে বিপিএল।

এর আগে গত সপ্তাহে বিপিএলের ফ্র্যাঞ্চাইজি চেয়ে দরপত্র আহ্বান করেছিল বিসিবি। তখন দরপত্রে বলা হয়েছিল, ২০ জানুয়ারি শুরু হবে বিপিএল। কিন্তু বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন জানালেন, ৮ দিন পিছিয়ে টুর্নামেন্টটা শুরু হবে ২৮ জানুয়ারি।তিনি বলেছেন, ‘আমরা এখন পর্যন্ত যেটা সিদ্ধান্ত নিয়েছি ২৮ জানুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের স্লট রাখা আছে। এর মধ্যেই আমরা শেষ করবো।’ আগামী ৫ ডিসেম্বর দরপত্র জমা দেওয়ার শেষ দিন। তার পরই বিপিএলের অষ্টম আসরের ছয়টি দল চূড়ান্ত হবে।

এবার বিপিএলে বিদেশি ক্রিকেটাররা অংশ নেবেন। প্রত্যেক দল তিন বিদেশি খেলাতে পারবেন। তবে তাদের অংশগ্রহণ নির্ভর করছে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সার্বিক পরিস্থিতির ওপর। বিসিবি নজর রাখছে সরকারের নির্দেশনার ওপর।নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেন, ‘আমার দেশে তো সবকিছু স্বাভাবিকভাবেই চলছে। ওটার প্রভাব সেভাবে পড়ে নাই। যদি সরকারের কাছ থেকে পরে কোনো নিষেধাজ্ঞা আসে বিদেশি দলের ভ্রমণের ব্যাপারে, তখন বিষয়টাকে হয়তো কিছুটা ঠিকঠাক করতে হবে।’

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: