ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

অ্যাশেজে ফিরলেন খাজা, নেই মার্শ-ওয়েড

17 November 2021, 5:48:26

চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া অ্যাশেজ সিরিজের দুই টেস্টকে সামনে রেখে দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। গেলবার অ্যাশেজ থেকে বাদ পড়া উসমান খাজা ফিরেছেন দলে। ১৫ সদস্যের দলে রয়েছেন ট্রাভিস হেডও। অজিদের হয়ে সাদা পোশাকে অভিষেকের অপেক্ষায় রয়েছেন পেসার মাইকেল নেসার।

ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘোষিত দলে সাদা পোশাকের ম্যাচে অভিষেকের অপেক্ষায় রয়েছেন লেগ স্পিনার মিচেল সুইপসনও। প্রায় তিন বছর পর দলে ফিরেছেন ঝাই রিচার্ডসন। তবে বিশ্বকাপে দুর্দান্ত খেলা মিচেল মার্শ ও ম্যাথু ওয়েডের জায়গা হয়নি মর্যাদা রক্ষার লড়াইয়ে।

তবে জাতীয় দলের একাদশে না থাকলেও সিএ ঘোষিত অস্ট্রেলিয়া ‘এ’ দলে সুযোগ পেয়েছেন মিচেল মার্শ। আগামী পহেলা ডিসেম্বর ইংল্যান্ডের সাথে একটি তিনদিনের ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া ‘এ’ দলের ১১ সদস্য।আবারও সুযোগ পেয়েছেন উসমান খাজা।

আগামী ৮ ডিসেম্বর ব্রিসবেনে শুরু হবে অ্যাশেজ সিরিজের প্রথম টেস্ট। অ্যাডিলেডে ১৬ ডিসেম্বর হবে দ্বিতীয় টেস্ট। দ্বিতীয় টেস্ট দিবা-রাত্রির। পরের তিনটি টেস্ট শুরু হবে যথাক্রমে ২৬ ডিসেম্বর, ৫ জানুয়ারি ও ১৪ জানুয়ারি।

ইংল্যান্ডের মাঠে সর্বশেষ সিরিজটি ২-২ সমতায় শেষ করেছিলো অস্ট্রেলিয়া। তবে শেষবার ২০১৭-১৮ মৌসুমে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ ৪-০ ব্যবধানে জিতেছিলো অস্ট্রেলিয়া। আর সে কারণে মর্যাদা রক্ষার লড়াইয়ে শিরোপা এখনও দখলে রয়েছে অজিদের কাছে।

অ্যাশেজে প্রথম দুই টেস্টের জন্য অস্ট্রেলিয়া দল: টিম পেইন (অধিনায়ক), প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), ক্যামেরুন গ্রিন, মার্কাস হ্যারিস, জশ হ্যাজলউড, ট্রাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মাইকেল নেসার, ঝাই রিচার্ডসন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল সুয়েপসন ও ডেভিড ওয়ার্নার।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: