ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

বিশ্বকাপে প্রথম ৪ বলে ৪ উইকেট নিলেন আয়ারল্যান্ড পেসার

18 October 2021, 5:31:33

টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম হ্যাটট্রিক সহ ৪ বলে ৪ উইকেট নিয়েছেন আয়ারল্যান্ডের ডানহাতি পেসার কার্টিস ক্যাম্পার। আসরের দ্বিতীয় দিনেই প্রথম হ্যাটট্রিক করেন তিনি। শুধু হ্যাটট্রিক করেই থেমে থাকেননি আইরিশ পেসার। পরপর চার বলে চার উইকেট নিয়ে গড়েছেন ইতিহাস। বিশ্বের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ডাবল হ্যাটট্রিক করলেন তিনি। গ্রুপ পর্বের খেলায় নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছে আয়ারল্যান্ড। গ্রুপের প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ডাচ অধিনায়ক পিটার সিলার।

আবুধাবিতে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি নেদারল্যান্ডের। প্রথম ওভারেই রানআউটের শিকার হন ওপেনার বেন কুপার। তিনে এসে সুবিধা করতে পারেননি বাস ডি লেড। দলীয় ২২ রানের মাথায় ৭ রান করে লিটলের শিকার হন তিনি। তৃতীয় উইকেটের জুটিতে ম্যাক্সের সঙ্গে ২৯ রানের জুটি গড়েন কলিন অ্যাকারম্যান। সেই জুটি তো ভাঙলেনই সঙ্গে টানা ৪ উইকেট নিয়ে ইতিহাসের পাতায় কার্টিস ক্যাম্পার।

ইনিংসের দশম ওভারের দ্বিতীয় বলে কলিন অ্যাকারম্যানকে ফেরানোর পর একে একে রায়ান টেন ডেসকাট, স্কট এডওয়ার্ডসকে ফিরিয়ে বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক তুলে নেন তিনি। একই ওভারের পঞ্চম বলে নতুন ব্যাটসম্যান রোয়েলফ ফন ডার মারউইকেও ফেরান ক্যাম্পার। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এমন অর্জনের নজির নেই আর কারো।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’দাউদ, বেন কুপার, বাস ডি লিড, কলিন অ্যাকারম্যান, রায়ান টেন ডেসকাট, স্কট এডওয়ার্ডস, রোয়েলফ ফন ডার মারউই, পিটার সিলার, লগান ফন বিক, ফ্রেড ক্লাসেন ও ব্রেন্ডন গ্লোভার।

আয়ারল্যান্ড একাদশ: পল স্টারলিং, কেভিন ও’ব্রায়েন, অ্যান্ড্রু ব্যালবার্নি (অধিনায়ক), গ্যারেথ ডিলানি, হ্যারি টেক্টর, কার্টিস কাম্পার, নেইল রক (উইকেটরক্ষক), সিমি সিং, মার্ক এডায়ার, বেনজামিন হোয়াইট ও জশুয়া লিটল।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: