ইন্টারনেট
হোম / খেলাধুলা / বিস্তারিত
ADS

বিশ্বকাপ শুরু, টস জিতে ফিল্ডিংয়ে ওমান

17 October 2021, 5:14:31

দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর পর্দা উঠল টি-টোয়েন্টি বিশ্বকাপের। বিশ্বকাপের সপ্তম আসরের উদ্বোধনী দিনে ম্যাচে স্বাগতিক ওমানের মুখোমুখি পাপুয়া নিউ গিনি। আর ম্যাচের শুরুতে হাসলেন ওমান অধিনায়ক জিসান মাকসুদ। টসে জিতে নিলেন ফিল্ডিংয়ের সিদ্ধান্ত। পাপুয়া নিউ গিনিকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানালেন।

টসের সময় পিএনজি অধিনায়ক আসাদ ভালা জানিয়েছেন, টসে জিতলে তারাও আগে বোলিংই নিতেন। তাই টসে হারা একটি বড় ফ্যাক্টর হতে পারে। আর উইকেটের সুবিধা কাজে লাগাতে টস জিতে আগে ফিল্ডিং নিতে দুইবার ভাবেননি ওমান অধিনায়ক।

এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নেমেছে পাপুয়া নিউগিনি। অন্যদিকে ২০১৬ সালের আসরেও প্রথম পর্বে সুযোগ পেয়েছিলো ওমান। তবে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ওমানের (১৮) চেয়ে তিন ধাপ ওপারে রয়েছে পিএনজি (১৫)।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: