- বঞ্চিত মানুষের কাছে স্বাধীনতার সুফল পৌঁছে দেয়াই শেখ হাসিনার মূল দর্শন : স্পিকার
- ব্যাংক ও খোলা বাজারে ডলার ক্রয়-বিক্রয় মূল্যের ব্যবধান অস্বাভাবিক
- উন্নয়নের গতি বজায় রাখতে দক্ষ ও চৌকস জনশক্তি আবশ্যক: রাষ্ট্রপতি
- চীন-রাশিয়া রেলটানেলে ইউক্রেনের হামলা
- ‘এশিয়া ক্লাইমেট মোবিলিটি চ্যাম্পিয়ন লিডার অ্যাওয়ার্ড’ গ্রহণ প্রধানমন্ত্রীর
- বিএনপি-জামায়াতের নবম দফায় ৪৮ ঘণ্টার অবরোধ চলছে
- গাজীপুরে চলন্ত ট্রাকে আগুন, চালক আহত
- ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৩ টাকা বাড়ল

আইপিএলে যে রেকর্ড ধোনি ছাড়া আর কারও নেই

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আরও একটি অনন্য নজির স্থাপন করলেন মহেন্দ্র সিং ধোনি। আইপিএলের ইতিহাসে প্রথম অধিনায়ক হিসেবে ২০০তম ম্যাচে নেতৃত্বে দিচ্ছেন ধোনি।
শনিবার রাজস্থান রয়্যালসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন চেন্নাই সুপার কিংস। এদিন অধিনায়ক হিসেবে মাঠে নেমেই নতুন এই কীর্তি গড়েন ধোনি। তার অধিনায়কত্বে তিনবার আইপিএল শিরোপা জিতে নেয় চেন্নাই।
ধোনির নেতৃত্বে আইপিএলে পাঁচবার রানার্স হয় চেন্নাই সুপার কিংস। তার চেয়েও বড় কথা গত আসর ছাড়া আইপিএলের বাকি ১২ আসরে ধোনির নেতৃত্বে প্লে অফে খেলে চেন্নাই। চলতি আসরে সবার আগেই প্লে অফে খেলা নিশ্চিত করেছে ধোনির দল। শনিবারের আগে ১১ ম্যাচে অংশ নিয়ে ৯টিতে জয় পায় চেন্নাই।
আইপিএলে ইতোমধ্যে ১৯৯টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন ধোনি, তার মধ্যে ১১৯টিতে জয় পেয়েছে তার দল। হেরেছে ৭৯টিতে। আর একটি ম্যাচ পরিত্যক্ত হয়।
২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলের এখনও পর্যন্ত প্রতিটি আসরেই চেন্নাইকে নেতৃত্ব দিয়েছেন ধোনি। মাঝে চেন্নাই আইপিএল থেকে নির্বাসিত হওয়ার পর রাইজিং পুনে সুপারজায়ান্টে যোগ দিয়েও বেশির ভাগ ম্যাচে নেতৃত্ব দেন ধোনি।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: