- টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দিপুর অভিষেক
- নির্বাচনে বাধা দিলে আইনি ব্যবস্থা: ইসি আনিছ
- সমমনাদের আসন ছাড় দেওয়া নিয়ে যা জানালেন ওবায়দুল কাদের
- শীত শুরু না হতেই ত্বক ফাটতে শুরু করেছে জেনে নিন কিছু টিপস
- অর্থপাচার মামলায় এনু-রুপনের ৭ বছরের কারাদণ্ড
- ইন্টারনেটে ধীরগতি, ভোগান্তিতে পড়ার শঙ্কা উচ্চ মাধ্যমিকের সাড়ে ১৩ লাখ ফল প্রত্যাশীর
- নির্বাচনের ১০ দিন আগে মাঠে নামবে বিজিবি, থাকবে ১৩ দিন
- মালয়েশিয়ায় জাল পাসপোর্টসহ তিন বাংলাদেশি গ্রেফতার
- মিধিলির পথেই উপকূলে আঘাত করতে পারে ঘূর্ণিঝড় মিগজাউম
- একই আসনে লড়বেন জিএম কাদের ও আরাফাত

আমি বেঁচে থাকতে কেউ বিসিবি প্রেসিডেন্ট হতে চাইবে না: পাপন

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন টানা দুই মেয়াদে ৮ বছর ধরে দায়িত্ব পালন করছেন। সাবেক রাষ্ট্রপতি পুত্র ও সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের আমলেই মূলত টাইগাররা বিশ্বের বড়বড় দলগুলোর বিরুদ্ধে জয়লাভ করেছে বেশি। আর্থিকভাবে সমৃদ্ধ হওয়ার পাশাপাশি নানা দিক থেকে আলোচনা ও সমালোচনাও শুনেছে বিসিবি। এবার তৃতীয় মেয়াদে আরও একটি নির্বাচনের অপেক্ষায় আছেন পাপন। আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিসিবির বোর্ড সভা শেষে পাপন বলেন, তিনি বেঁচে থাকতে কেউ বিসিবির প্রেসিডেন্ট হওয়ার জন্য দাঁড়াবে না।
সাংবাদিকদের বিসিবি সভাপতি বলেন, আসলে আমি আপনাকে একটা কথা বলি। আমি যদি এখানে থাকি, আমার একটা জিনিস মনে হচ্ছে যে, এই জায়গাটায় আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এ পদটা নিতে চাইবে না।
তিনি বলেন, আমি চাই আমার বোর্ডে যারাই আসুক তাদের উচিত চ্যালেঞ্জ নেওয়া যে আমি প্রেসিডেন্ট হতে চাই। অন্তত বলুক, এখন তো কেউ বলেও না। এটা ভালো দিক না।আপনাদেরকে এটুক বলতে পারি। কারোর জন্য কিছু আটকে থাকে না, আমাদের একটা পাইপলাইন থাকা উচিত যেখানে নতুন নতুন যারা দায়িত্ব নিবে।
পাপন আরও বলেন, লিডারশিপ গ্লো করার উচিত এবং বাংলাদেশে লিডারশিপের অভাব নেই। কিছু কারণে কেউ আসতে চায় না। ডাইরেক্টর হতে কিন্তু সবাই চায়। এমন কেউ নাই যে ডাইরেক্টর হতে চায় না। কিন্তু প্রেসিডেন্ট পদের কথাটা বললে আর কেউ নাম বলে না। কেন বলে না জানি না। আমি চাইব নতুন কেউ আসুক। আমি তাকে পুরো সাপোর্ট করব।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: