ইন্টারনেট
হোম / ধর্ম / বিস্তারিত
ADS

খতমে তারাবির শেষ জামাতে মসজিদুল হারামে ২৫ লাখ মুসল্লি

20 April 2023, 11:33:12

সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারামে খতম তারাবির শেষ জামাতে ২৫ লাখেরও বেশি মুসল্লি অংশ নিয়েছেন। বুধবার রমজানের ২৮তম রাতে অনুষ্ঠিত এই নামাজে মুসল্লিদের ঢল নেমেছিল।

এ নামাজে রমজান মাসজুড়ে তারাবি নামাজে পুরো কুরআন তেলাওয়াত সম্পন্ন করা হয়। খবর সৌদি গ্যাজেটের।

হারামাইনের পরিচালনা পরিষদের প্রধান শায়খ আবদুর রহমান আস-সুদাইস মক্কার পবিত্র মসজিদুল হারামে এই নামাজের নেতৃত্ব দেন। মক্কার এই গ্র্যান্ড মসজিদে ২০ লাখেরও বেশি মুসল্লি যোগ দেন।

তারাবিতে কুরআন খতম উপলক্ষে পবিত্র দু’টি মসজিদ মুসল্লিদের উপস্থিতিতে পরিপূর্ণ ছিল। এমনকি মসজিদের আঙ্গিনা এবং আশপাশের রাস্তাগুলোতেও মুসল্লিদের ভিড় উপচে পড়ে।

সৌদি গেজেট বলছে, বুধবার রাতের এই নামাজে অংশ নিতে সকাল থেকেই মুসল্লিরা মসজিদুল হারামে ভিড় করেন। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মসজিদুল হারামের চত্বর, নিচ তলা-দ্বিতীয় তলা, ছাদ, আশপাশের হোটেল এবং যাওয়া-আসার রাস্তা সবখানেই বিপুল পরিমাণ মুসল্লি অবস্থান নেন।

কুরআন খতম শেষে শেখ সুদাইস মহান আল্লাহর কাছে এই বরকতময় রাতে সকল মুসলমানকে ক্ষমা এবং তাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য দোয়া করেন।

তিনি সৌদি আরবসহ দেশের নেতাদের, সেইসঙ্গে সকল মুসলিম দেশকে সব ধরনের অনিষ্ট থেকে রক্ষা করার জন্য এবং নিরাপত্তা, সুরক্ষা এবং স্থিতিশীলতা প্রদানের জন্য দোয়া করেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: