ইন্টারনেট
হোম / ধর্ম / বিস্তারিত
ADS

শবে মেরাজ, দুপুরে মোনাজাত বায়তুল মোকাররমে

18 February 2023, 11:42:29

ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অন্যতম গুরুত্বপূর্ণ রাত শবে মেরাজ আজ। আল্লাহর রহমত কামনায় মসজিদ, নিজ ঘরে কিংবা ধর্মীয় বিভিন্ন প্রতিষ্ঠানে কোরআনখানি, জিকির ও ইবাদত-বন্দেগির মধ্য দিয়ে শনিবার রাতটি পার করবেন মুসলমানরা।

ইসলাম ধর্মে শবে মেরাজের বিশেষ গুরুত্ব রয়েছে। এ মেরাজের মধ্য দিয়েই সালাত বা নামাজ মুসলমানদের জন্য ফরজ করা হয়। এ রাতেই প্রতিদিন পাঁচবার নামাজ আদায় করার বিধান নিয়ে আসেন মহানবী হজরত মোহাম্মদ (সা.)।

বার্তা সংস্থা বাসসের প্রতিবেদনে জানানো হয়, শবে মিরাজ উদযাপন উপলক্ষে শনিবার দুপুর দেড়টায় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ‘পবিত্র শবে মেরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক আলোচনা সভা ও বিশেষ মোনাজাত হবে।

আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ড. মো. বশিরুল আলম। এতে আলোচক হিসেবে থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ড. মো. আবদুল কাদির।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: