ইন্টারনেট
হোম / ধর্ম / বিস্তারিত
ADS

পবিত্র শবে মেরাজের দিনক্ষণ জানাল ওমান

13 February 2023, 6:30:12

চলতি বছর শবে মেরাজ কবে হচ্ছে তা জানিয়েছে ওমান। এদিন দেশটিতে ওইদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। সরকারি ঘোষণা অনুযায়ী, আগামী রোববার (১৯ ফেব্রুয়ারি) শবে মেরাজ পালন করবে ওমান।

আর ঘোষিত এই দিনে সব সরকারি ও বেসরকারি অফিস বন্ধ থাকবে। তবে নিয়োগকর্তারা চাইলে ওইদিন শর্তসাপেক্ষে তাদের কর্মীদের কাজ করাতে পারবে। তবে সেক্ষেত্রে যথাযথ ক্ষতিপূরণ দিতে হবে।

মেরাজ শব্দের অর্থ হলো ঊর্ধ্বগমন। লাইলাতুল মেরাজ বা মেরাজের রাত উপমহাদেশে ‘শবে মেরাজ’ হিসেবে পরিচিত। এই রাতে মহানবী হজরত মুহাম্মদ (সা.) উর্ধ্বাকাশে আরোহণ করেন এবং মহান আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেন। মহানবী (সা.) সশরীরে সজ্ঞানে জাগ্রত অবস্থায় জিবরাইল (আ.) ও মিকাইলের (আ.) সঙ্গে বিশেষ বাহন বোরাকের মাধ্যমে মেরাজের রাতে সফর করেন। তিনি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা হয়ে প্রথম আসমানে গমন করেন।

পরবর্তীতে ধারাবাহিকভাবে সপ্তম আসমান এবং সিদরাতুল মুনতাহা পর্যন্ত এবং সেখান থেকে একাকী রফরফ বাহনে আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করে মহান রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ লাভ করেন। পাশাপাশি জান্নাত-জাহান্নাম পরিদর্শন করে পৃথিবীতে ফিরে আসেন।

ইসলামে মেরাজের বিশেষ গুরুত্ব রয়েছে। কেননা এই মেরাজের মাধ্যমেই ইসলাম ধর্মের পঞ্চস্তম্ভের দ্বিতীয় স্তম্ভ অর্থাৎ নামাজ মুসলমানদের জন্য ফরজ নির্ধারণ করা হয়। একইসঙ্গে দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজের বিধান নির্দিষ্ট করা হয়।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: