পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা
আন্তর্জাতিক জোতির্বিজ্ঞান কেন্দ্র সংযুক্ত আরব আমিরাতে পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। সেই হিসাবে বিশ্বের অধিকাংশ মুসলিম দেশ ও অঞ্চলে আগামী ২০ জুলাই ঈদুল আজহা উদযাপিত হবে।
আন্তর্জাতিক জোতির্বিজ্ঞান কেন্দ্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে আমিরাত-ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস। আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক ইঞ্জিনিয়ার মোহাম্মদ শওকত ওদেহ বিষয়টি জানিয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ওই জোতির্বিজ্ঞানী বলেন, ১৪৪২ হিজরি জিলহজ মাস শুরু হচ্ছে আগামী ১০ জুলাই শনিবার। সেই হিসাবে আরাফার দিন আগামী ১৯ জুলাই। আর ঈদুল আজহা পালিত হবে ২০ জুলাই।
উল্লেখ্য, বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ আবারো অনেক দেশে বেড়ে যাওয়ায় গত বছরের মতো তবে এ বছরও সীমিত পরিসরে পবিত্র হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। সৌদি আরবের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছে, আগের বারের মতো এ বছরও বিধিনিষেধ মেনে এবং কোভিড-১৯ টিকা নিয়ে শুধু দেশটির নাগরিকরা হজে অংশ নিতে পারবেন।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: