ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

সাবের হোসেন চৌধুরীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ

7 October 2024, 1:05:49

দুই বছর আগে গুলিতে মকবুল নামে বিএনপির এক কর্মীর মৃত্যুর মামলায় সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার উপস্থিতিতে রিমান্ডের বিষয়ে শুনানি হবে।
মামলার তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার সাব-ইন্সপেক্টর নাজমুল হাসান এ তথ্য জানান।

রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

২০২২ সালের ১০ ডিসেম্বর একদফা দাবি আদায়ের কর্মসূচি ঘোষণা করে বিএনপি। এরআগে ৭ ডিসেম্বর ডিবি পুলিশের হারুন অর রশীদ, মেহেদী হাসান ও বিপ্লব কুমার বিএনপির নয়াপল্টন কার্যালয়ে অভিযান চালায়। কার্যালয়ে ভাঙচুর চালায়। এর পাশে অবস্থানরত নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এতে মকবুল হোসেন নামে এক কর্মী গুলিবিদ্ধ হয়ে মারা যান।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: