ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

এবার সমাবেশ এক দিন পেছাল আওয়ামী লীগও

26 July 2023, 11:17:41

বিএনপির পর এবার সমাবেশ পেছানোর ঘোষণা দিল আওয়ামী লীগও। বৃহস্পতিবারের পরিবর্তে শুক্রবার (২৮ জুলাই) বিকাল ৩টায় শেরে বাংলা নগরে পুরাতন বাণিজ্যমেলার মাঠে এই সমাবেশ হবে। সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগ এবং ভ্রাতৃপ্রতিম সংগঠন ছাত্রলীগ এর আয়োজন করছে। এর ফলে ফের বড় দুই দলের সমাবেশ একই দিনে হতে যাচ্ছে।

বুধবার রাতে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া বিষয়টি ঢাকা টাইমসকে নিশ্চিত করেছেন।

এর আগে রাত সাড়ে আটটার দিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ঢাকা টাইমসকে জানিয়েছিলেন, বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। এজন্য তিন সংগঠনের নেতাকর্মীসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা পুরাতন বাণিজ্য মেলার মাঠ পরিদর্শনে গেছেন বলেও জানান তিনি।

বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের অনুমতি না পেয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে আওয়ামী লীগ।

তবে রাত নয়টার পর বিএনপির গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, পুলিশের অনুরোধে জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে তারা বৃহস্পতিবার ঢাকায় সমাবেশ করছেন না। এর পরিবর্তে বরং শুক্রবার নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবেন। এরপরই সমাবেশ পেছানোর ঘোষণা আসে আওয়ামী লীগের তরফেও।

আরও পড়ুন> বৃহস্পতিবার আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলার মাঠে শান্তি সমাবেশ করবে আ.লীগ

এর আগে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশের অনুমতি চায় আওয়ামী লীগ। তবে পুলিশের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়াম মাঠে শান্তি সমাবেশ করার পরামর্শ দেওয়া হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুমতি না দেওয়ায় পুরাতন বাণিজ্য মেলার মাঠে শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত নেয় আওয়ামী লীগ।

এ ব্যাপারে যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান নিখিল ঢাকা টাইমসকে বলেন, ‘বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশ করতে আমাদের মৌখিক অনুমোদন দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী আমরা প্রস্তুতিও নিয়েছি। এখন আমরা শুক্রবার বিকাল ৩টায় সমাবেশ করব। আর সেটার জন্য পুরাতন বাণিজ্য মেলায় ভেন্যু ঠিক করেছি।’

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: