ইন্টারনেট
হোম / রাজনীতি / বিস্তারিত
ADS

প্রস্তুত হন, শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে: স্বাস্থ্যমন্ত্রী

12 March 2023, 11:00:17

আগামী সংসদ নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার নির্দেশ দিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হন। যদি উন্নয়নের ধারাবাহিকতা রাখতে চান, তবে নৌকায় ভোট দিতে হবে। শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে।’ শনিবার (১১ মার্চ) সন্ধ্যায় মানিকগঞ্জের হরিরামপুরের ইজদিয়ায় গোলাম মহীউদ্দীন কমল আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বিদ্যালয় চত্বরে পাঁচ দিনব্যাপী অনুষ্ঠানের চতুর্থ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘নয় মাসে পৃথিবীর আর কোনো দেশ হয়নি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালে এ দেশ স্বাধীনতা লাভ করেছে। এটা একটা অনন্য ঘটনা, অনন্য অর্জন। একদল বলে আওয়ামী লীগের লোক এ দেশ থেকে পালিয়ে যাবে। যারা এ দেশ স্বাধীন করেছে, যারা রক্ত দিয়েছে, তারা কোথায় পালিয়ে যাবে! পালাবে তো রাজাকার আলবদরেরা। যারা এ দেশের স্বাধীনতা চায়নি।’

মন্ত্রী আরও বলেন, ‘আমাদের নতুন প্রজন্মের জানা দরকার—কে আমাদের শত্রু, কে মিত্র! তাকে যদি আমরা না চিনতে পারি, ভুল করব, ক্ষতিগ্রস্ত হবো। আজও সেই পাঁয়তারা চলছে, কীভাবে শেখ হাসিনার সরকারকে ধাক্কা দিয়ে ফেলে দেবে। ধাক্কা দিয়ে ফেলে দেবে এত ভঙ্গুর সরকার শেখ হাসিনার নয়। এটা হিমালয় পর্বত, হিমালয় পর্বতকে কেউ ধাক্কা দিয়ে ফেলে দেওয়া সম্ভব নয়।’

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পিয়াস চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মহীউদ্দীন, জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদেব কুমার সাহা, হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান, সিংগাইর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান খান হান্নান, দৌলতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম রাজা, হরিরামপুর নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমানসহ অনেকে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: