ইন্টারনেট
সর্বশেষ
ADS

৮ বিভাগেই বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা কমবে

9 June 2023, 10:58:25

দেশের ৮ বিভাগেই বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। এছাড়া দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। বৃহস্পতিবার (৮ জুন) সন্ধ্যা ৬ টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক এই তথ্য জানিয়েছেন।

পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু কক্সবাজার উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।

এ অবস্থায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, ময়মনসিংহ, সিলেট, খুলনা ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর ও রাজধাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এছাড়া রাজশাহী, নওগা, সিরাজগঞ্জ, নেত্রকোনা, সিলেট জেলাসহ রংপুরের উপর দিয়ে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে যা দেশের উত্তর পশ্চিমাঞ্চলে অব্যাহত থাকতে পারে।

এই সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং বর্ধিত পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পেতে পারে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: