ইন্টারনেট
ADS

সূর্যের দেখা মিলতে পারে দুপরের পর

7 December 2021, 10:17:48

আজও বৃষ্টি হতে পারে, সূর্যের দেখা মিলতে পারে মঙ্গলবার দুপরের পর। আগামী ২৪ ঘন্টায় দেশের বিভিন্ন স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে আবহাওয়া পূর্বাভাসে।

সোমবার সন্ধ্যায় আবহাওয়া অধিপ্তর থেকে জানানো হয়েছে, সারা দেশে রাতের তাপমাত্রা অপরির্বতিত থাকতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্র এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এর আগে, গত ২৪ ঘণ্টায় ৪৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে, ঘূর্ণিঝড় জাওয়াদ ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে। এটি এখন লঘুচাপে পরিণত হয়ে অবস্থান করছে বাংলাদেশের উপকূলে। আরও দুর্বল হয়ে নিঃশেষ হয়ে যাবে। তবে এর প্রভাবে বজ্র মেঘ তৈরি অব্যাহত থাকায় সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত বহাল রাখা হয়েছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: