ইন্টারনেট
ADS

পঞ্চগড়ে বাড়ছে শীতের অনুভুতি, তাপমাত্রা ১৬ ডিগ্রি

2 November 2021, 5:52:49

উত্তরের জেলা পঞ্চগড় একটি শীত প্রবন জেলা। বরাবরেই এখানে শীতের তীব্রতা বেশি হয়ে থাকে। হিমালয় কাছাকাছি হওয়ায় নভেম্বর মাস হতে শীতের প্রকোপ শুরু হয়। তবে এবার অক্টোবর মাসের ২য় সপ্তাহে শীতের কুয়াশা শুরু হয়। আজ মঙ্গলবার (২ নভেম্বর) সকাল নয়টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেতুঁলিয়ায় বিরাজ করছে ১৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল রোববার তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৮ ডিগ্রি। গভীর রাত থেকে ভোর পর্যন্ত কুয়াশা পড়তে দেখা গেছে। ধীরে ধীরে শীতের আমেজ শুরু হচ্ছে এই জেলায়। সন্ধ্যা হলেই শীতের তীব্রতা বেড়ে যায় এই জেলায়। প্রতিদিনই সন্ধ্যার পর কুয়াশার সাথে ঠান্ডা বাতাস বইছে পঞ্চগড়ে। ভোর পাঁচটা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। তখন হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাফেরা করে। কুয়াশার কারনে নদী তিরবর্তি মানুষেরা দূর্ভোগে পড়ে। তবে সূর্য উঠার সাথে সাথে কুয়াশা চলে যায়। বিকেল হলে রোদের তিব্রতা কমে গিয়ে ঠান্ডার পরিবেশ সৃষ্টি হয়।

স্থানীয়রা জানান শীত চলে এসেছে রাতের বেলায় কুয়াশার সাথে ঠান্ডা বাতাস বইছে এজন্য বেশি ঠান্ডা অনুভুত হয়। নিম্ন আয়ের বিভিন্ন শ্রমজীবি লোকেরা রাতের বেলায় গরম কাপর ছাড়া বাইরে বের হচ্ছেনা। পঞ্চগড় পৌরসভা এলাকার মোটরসাইকেল চালক ফরহাদা হোসেন মঙ্গলবার সকালে জানান গত কয়েকদিন থেকে শীতের পোশাক ছাড়া গাড়ি চালাতে পারছিনা। কুয়াশা না থাকলেও দিনের বেলাতে ঠান্ডা লাগে। রাতের বেলায় শীত দিনের বেলায় গরম অনুভুত হচ্ছে। জ্যাকেট ছাড়া গাড়ি চালাতে পারছিনা। এদিকে দিনের তাপমাত্রাও কমতে শুরু করেছে পঞ্চগড়ে। সপ্তাহ জুড়ে ২৮ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াস বিরাজ করছিল পঞ্চগড় জেলায়। গতকাল সোমবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৬ ডিগ্রি।

তেতুঁলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ বলেন এবছর অক্টোবর মাসের মাঝামাঝি থেকেই শীতের আমেজ তৈরি হয়েছে। মূলত হিমালয় কাছাকাছি হওয়ায় শীতের প্রকোপ পড়তে শুরু করেছে। মৌসুমির বায়ুর প্রভাবে ধীরে ধীরে ঠান্ডার পরিবেশ বিরাজ করতে শুরু করেছে। নভেম্বরের শুরুতে কুয়াশার পরিমান বাড়তে পারে সেই সাথে কমবে তাপমাত্রাও। মৌসুমি বায়ুর প্রভাবে ঠান্ডা বাতাসের কারনে রাতের বেলায় ঠান্ডা বেশি অনুভূত হচ্ছে।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: