ইন্টারনেট
হোম / জাতীয় / বিস্তারিত
ADS

ঢাকায় এসেছেন ব্রিটিশ এমপি অলক শর্মা

2 June 2021, 6:36:23

জলবায়ু বিষয়ক বৈশ্বিক সম্মেলন-কপ ২৬-এর প্রেসিডেন্ট এবং ব্রিটিশ এমপি অলক শর্মা দুইদিনের সফরে ঢাকা পৌঁছেছেন।

বুধবার (২ জুন) পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান। অলক শর্মা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে অলক শর্মার দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া একাধিক বৈঠকে যোগ দেওয়ার কথা রয়েছে ব্রিটিশ এ আইন প্রণেতার।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের জলবায়ুবিষয়ক বিশেষ দূত জন কেরি গত এপ্রিলে ঢাকা সফর করেন।

জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে অন্যতম। তাই ক্ষতিগ্রস্ত দেশগুলোকে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার ক্ষেত্রে ‘অভিযোজন’ এবং ‘ঘুরে দাঁড়ানোর সামর্থ্য অর্জন’ বিষয়ে সক্ষমতা তৈরিতে বাংলাদেশ ৪৮ সদস্য বিশিষ্ট ক্লাইমেট ভালনারেবল ফোরাম-সিভিএফ’র ২০২০-২২ মেয়াদের সভাপতির দায়িত্ব পালন করেছে।

বাংলাদেশের সঙ্গে জলবায়ু ইস্যুতে বৈশ্বিক সহযোগিতা বিষয়ে অলক শর্মার এ সফরটিকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: