ইন্টারনেট
হোম / জাতীয় / বিস্তারিত
ADS

দেশে ফাইজারের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন

27 May 2021, 6:16:57

যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজারের তৈরি করা করোনার টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ওষুধ প্রশাসন অধিদপ্তর। উপহার হিসেবে আগামী বুধবার ১ লাখ ডোজ টিকা দেশে আসবে।

বৃহস্পতিবার (২৭ মে) অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাে. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এখন এই টিকা আমদানি ও ব্যবহারে আইনগত বাধা থাকল না।

দেশে ব্যবহারের জন্য চতুর্থ টিকা হিসেবে ফাইজারকে অনুমোদন দেওয়া হলো। এর আগে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা, রাশিয়ার ‘স্পুটনিক-ভির টিকা ও চীনের সিনোফার্মের টিকা বাংলাদেশে জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়।

এর আগে যুক্তরাষ্ট্র থেকে টিকা পেতে ওয়াশিংটনকে চিঠি দেয় বাংলাদেশ। সেই চিঠিতে উপহার হিসেবে টিকা চেয়েছে বাংলাদেশ। যদি তা না হয় তবে ওয়াশিংটনের কাছ থেকে টিকা কিনতেও বাংলাদেশ রাজি আছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: