- মে মাসে মূল্যস্ফীতি ৯.৯৪ শতাংশ, এক দশকে সর্বোচ্চ
- ইউক্রেনে রাতভর আক্রমণ চালিয়েছে রাশিয়া
- সামনের সব নির্বাচন অবাধ-সুষ্ঠু ও প্রতিযোগিতামূলক হবে: শেখ পরশ
- সাকিবের না থাকা আমাদের জন্য চিন্তার কারণ: নান্নু
- মধ্যরাতে দুঃখ প্রকাশ করলেন পরীমনি
- বাজেট ডিব্রিফিং সেশন এমপিদের গুরুত্বপূর্ণ ধারণা দিচ্ছে: স্পিকার
- তীব্র গরম, মাধ্যমিক বিদ্যালয় খোলা থাকলেও মানতে হবে যেসব নির্দেশনা
- সিলেটে বিএনপির ৪৩ নেতা আজীবন বহিষ্কার
- ২ সপ্তাহের মধ্যে বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হবে: জ্বালানি প্রতিমন্ত্রী

ঢাকায় একজনের মৃত্যু, ব্ল্যাক ফাঙ্গাস বলে সন্দেহ

‘ব্ল্যাক ফাঙ্গাস’ বা কালো ছত্রাকে আক্রান্ত হওয়ার পর বাংলাদেশে একজন মারা গেছেন। তিনদিন আগে ওই রোগী মারা যান। রাজধানীর বারডেম হাসপাতালে ওই রোগীর মৃত্যু হয়। নমুনা সংগ্রহ কাজ করেছে আইইডিসিআর।
দেশের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট-আইইডিসিআরের অধ্যাপক ডা. তাহমিনা শিরীন কালের কণ্ঠকে বলেন, ব্ল্যাক ফাঙ্গাসে দুইজন আক্রান্ত হয়েছে বলে শুনেছি। একজন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) রেফার হয়েছে। কিন্তু মারা যাওয়ার বিষয়ে এখনো জানি না। তবে বারডেমের পক্ষ থেকে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এদিকে, ডা. দেলোয়ার বলছেন, সন্দেহ করছে বারডেম। এখনো নিশ্চিত না। নিশ্চিত হতে আরো সময় লাগবে।
বারডেমের যুগ্ম পরিচালক নাজিমুল ইসলাম বলছেন, সন্দেহজনক ব্ল্যাক ফাঙ্গাস। তবে নিশ্চিত না যে ব্ল্যাক ফাঙ্গাস। মারা গেছেন করোনায়, কনফার্ম ডায়োগনসিস না যে ব্ল্যাক ফাঙ্গাস। নিশ্চিত করতে আরো ৩ থেকে ৫ দিন লাগবে। মারা যাওয়া রোগীর কালচার না পাঠালে নিশ্চিত ব্ল্যাক ফাঙ্গাস কি না তা বলা মুশকিল।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: