- চুলে সপ্তাহে কত দিন তেল দেব?
- মুয়াজ্জিন সাহেবদের মর্যাদা
- অর্জন হয়নি রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা
- ইসিতে এসে মেজাজ হারালেন শাহজাহান ওমর
- ব্রেন টিউমার হলে মাথা ব্যাথা ছাড়াও যে লক্ষণ দেখা দেয়
- গুগল প্লে স্টোরের ২০২৩ সালের সেরা অ্যান্ড্রয়েড অ্যাপস
- জিম্বাবুয়ের ওপর যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা
- নির্বাচনে থাকবে সেনাবাহিনী: ইসি আলমগীর
- আসন ভাগাভাগি: আমুর বাসায় ১৪ দলের নেতারা
- ১০ ডিসেম্বর আওয়ামী লীগের সমাবেশ হচ্ছে না

২৪ ঘণ্টায় রেকর্ড করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৬

কোভিড-১৯ এ গত দুই মাসের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। ১০৫১ জন করোনা রোগী ধরা পড়েছেন নতুন করে। আর এই সময়ে মৃত্যু হয়েছে আরও ৬ জনের।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ তথ্য জানাতে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বুধবার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই মাস পর একদিনে হাজারের বেশি মানুষের দেহে করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল শনাক্ত হওয়া ১০১৮ জনের রেকর্ডও ভেঙে দিয়েছে আজকের পরিসংখ্যান। নতুন ১০৫১ জনসহ মোট ৫ লাখ ৫৪ হাজার ১৫৬ জন করোনা রোগীর শনাক্ত হয়েছে দেশে।
আর নতুন মারা যাওয়া ৬ জনসহ দেশে ৮৫০২ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৭ হাজার ৯০২ জন।
এর আগে সর্বশেষ ১০ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্তের তথ্য দিয়েছিল, সেদিন ১ হাজার ৭১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। সেদিনের পর থেকে এ পর্যন্ত দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচেই ছিল।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: