- সাবের হোসেন চৌধুরীর ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ
- শীত কবে আসবে, জানালো আবহাওয়া অফিস
- পালিয়ে দিল্লি গেলেন পুলিশের সাবেক কর্মকর্তা মনিরুল
- আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ২৫ হাজার কোটি টাকা
- হিজবুল্লাহর রকেটের আঘাতে কাঁপল ইসরাইলের তৃতীয় বৃহত্তম শহর
- শেরপুরে বন্যায় ৮ জনের প্রাণহানি
- সরকার মানুষের মৌলিক অধিকার নিশ্চিতে বদ্ধপরিকর: ড. ইউনূস
২৪ ঘণ্টায় রেকর্ড করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৬
কোভিড-১৯ এ গত দুই মাসের মধ্যে সবচেয়ে বেশি রোগী শনাক্ত হয়েছে গত ২৪ ঘণ্টায়। ১০৫১ জন করোনা রোগী ধরা পড়েছেন নতুন করে। আর এই সময়ে মৃত্যু হয়েছে আরও ৬ জনের।
করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সবশেষ তথ্য জানাতে বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদফতরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বুধবার স্বাস্থ্য অধিদফতরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুই মাস পর একদিনে হাজারের বেশি মানুষের দেহে করোনা রোগী শনাক্ত হয়েছে। গতকাল শনাক্ত হওয়া ১০১৮ জনের রেকর্ডও ভেঙে দিয়েছে আজকের পরিসংখ্যান। নতুন ১০৫১ জনসহ মোট ৫ লাখ ৫৪ হাজার ১৫৬ জন করোনা রোগীর শনাক্ত হয়েছে দেশে।
আর নতুন মারা যাওয়া ৬ জনসহ দেশে ৮৫০২ জনের মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদফতর।
এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ৫ লাখ ৭ হাজার ৯০২ জন।
এর আগে সর্বশেষ ১০ জানুয়ারি স্বাস্থ্য অধিদপ্তর এক দিনে এর চেয়ে বেশি রোগী শনাক্তের তথ্য দিয়েছিল, সেদিন ১ হাজার ৭১ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল। সেদিনের পর থেকে এ পর্যন্ত দেশে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা হাজারের নিচেই ছিল।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গতবছর ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: