ইন্টারনেট
ADS

মমতাকে অভিনন্দন জানালেন শেখ হাসিনা

6 May 2021, 3:55:17

টানা তৃতীয় বারের মতো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৬ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, টানা তিনবারের মতো পশ্চিমবঙ্গ রাজ্যে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গত বুধবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে টানা তৃতীয়বারের মতো মমতা বন্দ্যোপাধ্যায়। তাকে শপথ পড়ান রাজ্যপাল জগদীপ ধনখড়। করোনা ভাইরাস মহামারির কারণে এবার শপথ অনুষ্ঠান সীমিত আকারে অনুষ্ঠিত হয়েছে। যার কারণে ভারতের অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও শীর্ষ পর্যায়ের রাজনৈতিক নেতারা নিমন্ত্রণ পাননি।

এবার পশ্চিমঙ্গের বিধানসভার নির্বাচনে মমতার দল তৃণমূল কংগ্রেস ২৯২টি আসনের মধ্যে ২১৩টি আসনে জয়ী হয়ে রাজ্য ক্ষমতায় এসেছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দল জিতলেও নিজ আসন নন্দীগ্রামে প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীর কাছে প্রায় ২ হাজার ভোটের ব্যবধানে পরাজিত হন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: