ইন্টারনেট
হোম / জাতীয় / বিস্তারিত
ADS

আনার হত্যা: ঢাকায় ডিবির সঙ্গে বৈঠকে ভারতীয় পুলিশ

23 May 2024, 9:38:57

সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যাকাণ্ডের বিষয়ে বিস্তারিত জানতে ভারতীয় পুলিশের দুই প্রতিনিধি বাংলাদেশে এসেছেন।

বৃহস্পতিবার সন্ধ্যায় তারা ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সঙ্গে বৈঠকে বসেছেন।

রাতে ডিবির একাধিক সূত্র ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছে।

বিশেষ সূত্র জানায়, এমপি আনার হত্যাকাণ্ডে গ্রেপ্তারকৃতদের উভয় দেশের কর্মকর্তারা জিজ্ঞাসাবাদ করবেন এবং নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলবেন।

নামপ্রকাশে অনিচ্ছুক একজন ডিবি কর্মকর্তা জানান, এমপি আনার খুনের বিষয়ে ভারতে ২ জন ও বাংলাদেশে তিনজন গ্রেপ্তার হয়েছে। গ্রেপ্তারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য দুই দেশের কর্মকর্তারা শেয়ার করার জন্য বৈঠকে বসছেন।

ওই কর্মকর্তা বলেন, ‘আমাদের পক্ষ থেকে তাদের ঘটনা জানানো হবে। এছাড়া ভারতে কী ঘটেছে, সেই বিষয়ে তারা কী জানতে পেরেছে, তাও জানতে চাওয়া হবে।’

নিখোঁজের আট দিন পর বুধবার ভারতীয় পুলিশ জানায় বাংলাদেশি সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে খুন করা হয়েছে। এখন পর্যন্ত আনারের মরদেহ উদ্ধার করতে পারেনি দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। গত ১১ মে চিকিৎসার জন্য ভারত যান আনার। এর দুদিন পর তিনি নিখোঁজ হন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: