পাশে দাঁড়ানোয় বাংলাদেশকে ধন্যবাদ জানাল ভারত
করোনা পরিস্থিতি মোকাবিলায় ওষুধ ও চিকিৎসা সামগ্রী নিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ। এজন্য বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ধন্যবাদ জানিয়েছে টুইট করেছে ঢাকার ভারতীয় হাইকমিশন। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি প্রেস বিজ্ঞপ্তির ছবি শেয়ার করে হাইকমিশনের টুইটে লেখা হয়েছে, সংহতি প্রকাশ এবং সহযোগিতা সম্প্রসারিত করার জন্য ধন্যবাদ। আমরা আত্মবিশ্বাসী যে বাংলাদেশ ও ভারত যৌথভাবে কোভিড-১৯ জয় করতে পারবে।
অন্যদিকে বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতকে করোনাভাইরাস মোকাবিলায় জরুরি ওষুধ এবং চিকিৎসা সামগ্রী দিতে চায় বাংলাদেশ। প্রথম দফায় ১০ হাজার ইনজেক্টেবল অ্যান্টি-ভাইরাল, ওরাল অ্যান্টি-ভাইরাল, ৩০ হাজার পিপিই কিটস এবং কয়েক হাজার জিঙ্ক, ক্যালসিয়াম, ভিটামিন-সি পাঠানো হবে।
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: