![ADS](https://www.protichhobi.com/wp-content/uploads/2021/02/Dhaka-Bazar-24-online-shop-in-Bangladesh.gif)
নবাবগঞ্জের বান্দুরা বাজারে কয়েকটি বাসে আগুন
28 April 2021, 11:58:09
![](https://www.protichhobi.com/wp-content/uploads/2021/04/bandura-agun.jpg)
রাজধানীর নবাবগঞজের বান্দুরা নামের একটি বাজারে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় বাসস্ট্যান্ডে থাকা কয়েকটি বাসে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট। আজ বুধবার (২৮ এপ্রিল) সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। একজন প্রর্তক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় সংবাদদাতা জানিয়েছেন, বাস স্ট্যান্ডের পাশে থাকা একটি তেলের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে স্ট্যান্ডে অবস্থান করা বেশ কয়েকটি বাস ও পাশের কয়েকটি দোকান পুড়ে গেছে।
![ADS](https://www.protichhobi.com/wp-content/uploads/2021/03/protichhobi-job.gif)
![ADS](https://www.protichhobi.com/wp-content/uploads/2021/03/aain-upodestha-kendro.gif)
প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: