ইন্টারনেট
ADS

তৃতীয় ধাপের লকডাউন আজ মধ্যরাত থেকে

21 April 2021, 3:15:31

করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউন আজ মধ্যরাতে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ ও মৃত্যু বাড়তে থাকায় আগামী ২৮ এপ্রিল পর্যন্ত এই লকডাউনের মেয়াদ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে এটি তৃতীয় ধাপের লকডাউন।

মঙ্গলবার নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানোর নতুন প্রজ্ঞাপন জারি করে সরকার।

তৃতীয় ধাপের এই লকডাউনে চলমান থাকবে আগের সব বিধিনিষেধ। তবে এবারের লকডাউনে নতুনভাবে কিছু সিদ্ধান্ত হয়েছে, যা ঘোষণা আসতে পারে আগামীকাল বৃহস্পতিবার। এছাড়া নতুন লকডাউনের সময় বেশ কিছু দেশে প্রবাসী শ্রমিক যাতায়াতে বিশেষ ফ্লাইট চলবে।

উল্লেখ্য, বাংলাদেশে করোনার দ্বিতীয় ঢেউ মারাত্মক আকার ধারণ করায় সরকার প্রথমে চলতি মাসের ৫ এপ্রিল থেকে ৭ দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও ২ দিন বাড়ানো হয়। এতেও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত সর্বাত্মক লকডাউন দেয় সরকার।

বাংলাদেশে প্রথম করোনা দেখা দেয় গত বছরের ৮ মার্চ। প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। বাংলাদেশে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭ লাখ ২৭ হাজার ৭৮০ জনে। মৃত্যু বরণ করেছে ১০ হাজার ৫৮৮ জন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: