ইন্টারনেট
ADS

জিতবে না জেনেই নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে চায় বিএনপি: প্রধানমন্ত্রী

27 March 2023, 3:06:01

আগামী জাতীয় নির্বাচনে জিতবে না জেনেই বিএনপি এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, ‘বিদেশিদের কাছে কান্না করলে তারা ক্ষমতায় বসাবে না। বিদেশিদের কাছে নালিশ করে লাভ হবে না।’

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সোমবার (২৭ মার্চ) আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি একথা বলেন। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এ আলোচনা সভার আয়োজন হয়।

অবৈধভাবে ক্ষমতায় যাওয়া বিএনপি এখন গণতন্ত্র চায় মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘যাদের জন্মই গণতন্ত্রের মধ্য দিয়ে হয়নি, মিলিটারির পকেট থেকে হয়েছে, তারাই না কি গণতন্ত্রের জন্য লড়াই করে।’

‘বাংলাদেশে অবৈধভাবে ক্ষমতা দখলের সংস্কৃতি ছিল। যারা অবৈধভাবে ক্ষমতা দখলের মধ্য দিয়ে রাজনীতিতে এসেছে আজকে তারাই গণতন্ত্রের ছবক দেয়। শুধু দেশের ভেতরে নয়, বাইরে গিয়েও নালিশ করা বিএনপির চরিত্র। তারা মনে করে বাইরে থেকে এসে কেউ তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। বাংলাদেশের মানুষ এখন সচেতন। বিদেশিদের কাছে নালিশ করে লাভ হবে না।’

প্রধানমন্ত্রী বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে জীবনের একটাই লক্ষ্য ছিল-দেশের মানুষ যেন অন্ন পায়, বস্ত্র পায়, বাসস্থান পায়, চিকিৎসা পায়, উন্নত জীবন পায়। সেই লক্ষ্য সামনে নিয়েই তিনি আমাদের এই স্বাধীনতা এনে দেন।’

‘বঙ্গবন্ধু সেই ১৯৪৮ সালে আমাদের মাতৃভাষায় কথা বলার অধিকার আদায়ে যে আন্দোলন শুরু করেছিলেন সেই আন্দোলনের পথ বেয়েই তিনি ধীরে ধীরে এদেশের মানুষকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেন। তার ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ অস্ত্র হাতে তুলে নিয়ে এদেশ স্বাধীন করে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের শোষিত ও বঞ্চিত মানুষের জন্য নিজের জীবনকে উৎসর্গ করেছিলেন। তিনি চেয়েছিলেন তাদের ভাগ্য পরিবর্তন করবেন, দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবেন। আর এসব কারণেই তিনি এদেশের মানুষকে স্বাধীনতা এনে দেন।’

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: