
আজই ঘোষণা হতে পারে নতুন রাষ্ট্রপতির নাম

মনোনয়নপত্র যাচাইবাছাই শেষে আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) ঘোষণা হতে পারে নতুন রাষ্ট্রপতির নাম। রাষ্ট্রপতি পদে একক প্রতিদ্বন্দ্বী মো. সাহাবুদ্দিন চুপ্পু। আওয়ামী লীগের পক্ষ থেকে তার মনোনয়নপত্র নির্বাচন কমিশনে জমা দেয়া হয়েছে রোববার (১২ ফেব্রুয়ারি)। ফলে রাষ্ট্রপতি হিসেবে তার নামই ঘোষণা করা হবে, এটি মোটামুটি নিশ্চিত।
এর আগে, রোববার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছিল, সোমবার যাচাইবাছাই শেষে ঘোষণা হতে পারে নতুন রাষ্ট্রপতির নাম। সে ব্যাপারে জোর প্রস্তুতিও চলছে।
রাষ্ট্রপতি নির্বাচনে আর কোনো দল প্রার্থী মনোনয়ন না দেয়ায় আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হতে চলেছেন। রোববার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াবদুল কাদেরের নেতৃত্বে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল মনোনয়নপত্র জমা দেয় নির্বাচন কমিশনে। প্রার্থী একজন হওয়ায় ভোটের প্রয়োজন পড়বে না। ফলে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর সোমবার ঘোষণা করা হতে পারে মোহাম্মদ সাহাবুদ্দিনের নাম।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: