
তীব্র শীতে সারাদেশের জনজীবন বিপর্যস্ত

টানা কয়েক দিনের তীব্র শীতে বিপর্যস্ত হয়ে পড়েছে সারাদেশের জনজীবন। পৌষের হাড় কাঁপানো ঠান্ডায় কাবু সব বয়সের মানুষ। মৃদু শৈত্য প্রবাহে বিপর্যস্ত জনজীবন। দিনের বেশিরভাগ সময়ই কুয়াশায় ঢাকা চারপাশ। নাজুক অবস্থা খেটে খাওয়া মানুষের। এমন পরিস্থিতি আরও কয়েকদিন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
বেলা বাড়লেও বিভিন্ন জেলায় দেখা মেলেনি কাঙ্ক্ষতি সূর্যের। মৃদ্যু শৈত্য প্রবাহে নাকাল বিভাগীয় শহর রাজশাহীর মানুষ। রাতভর বৃষ্টির মতো ঝরছে কুয়াশা। খড়কুটা জ্বালিয়ে শীত নিবারনের চেষ্টা করছে নিম্ন আয়ের মানুষ। লালমনিরহাটে চরম কষ্টে দুঃস্থরা। বেশি দুর্ভোগে তিস্তা ও ধরলা নদী তীরবর্তী গ্রাম ও চরাঞ্চলবাসী। প্রয়োজনীয় শীতবস্ত্রের অভাবে আছেন তারা। এ জেলার সর্বনিন্ম ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস।
কনকনে হিমেল বাতাসে কাঁপছে উত্তরের জেলা মেহেরপুর। সন্ধ্যার পর মানুষের বাইরে চলাচল কমে গেছে। কুয়াশার দাপটে ভোগান্তি বেড়েছে ছিন্নমুলদের।


প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
Comments: