ইন্টারনেট
ADS

ভারত আমাদের বন্ধু, আমরা একে অন্যকে সহযোগিতা করি: শেখ হাসিনা

6 September 2022, 11:11:22

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ভারত আমাদের বন্ধু। যখন আমি এখানে আসি, এটি আমার জন্য আনন্দদায়ক, বিশেষত আমরা সর্বদা স্বাধীনতা যুদ্ধে ভারতের অবদান স্মরণ করি। আমাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা একে অন্যকে সহযোগিতা করি।’

আজ মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) ভারতের রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গার্ড অব অর্নার দেওয়া হয়। সেখানে সাংবাদিকদের এসব কথা বলেন শেখ হাসিনা।

এছাড়া প্রধানমন্ত্রী হিন্দিতে বলেন, ‘হাম হামেশা আভারি হু ভারত কি ওর। হামারা দেশ যাব সোয়াধিনতা অর্জন কিয়া, লিবারেশন ওয়ার হুয়া, ইহাকি লোগোনে যেয়সা হামারা সাথ থি, সাপোর্ট কি, উনকা জিতনা কন্ট্রিবিউশন হ্যায় হামেশা ইসকো সোয়াগাত কারতি হু। হাম রিয়েলি আভারি হু। মেরে ওর সে ভারতবাসী কো হামারা শুভেচ্ছা, স্বাগতম।’

কথাগুলো আবার বাংলায় বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘আমি একটু চেষ্টা করলাম হিন্দিতে বলতে। ৬ বছর ছিলাম এখানে, একটু একটু শিখেছি। সেখান থেকে একটু বললাম যে, আমার তরফ থেকে ভারতবাসীকে আবার শুভেচ্ছা জানাচ্ছি, শুভকামনা জানাচ্ছি। আর সেই সাথে সাথে ৭১ সালে ভারতবাসী যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং সবক্ষেত্রে আমরা তাদের সহযোগিতা পেয়েছি, সেজন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের জনগণের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।’

দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনা পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় মোদির সঙ্গে করমর্দন করেন শেখ হাসিনা। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও উপস্থিত ছিলেন।

আজ ভারতের রাষ্ট্রপতি ভবনে শেখ হাসিনা ও নরেন্দ্র মোদির মধ্যে শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে সাক্ষাৎ করবেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা উভয় দেশের মধ্যে ফলপ্রসূ আলোচনার আশাবাদ ব্যক্ত করেন।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: