ইন্টারনেট
ADS

দুই বছর পর বাংলাদেশ-ভারত বাস চলাচল শুরু

10 June 2022, 10:18:09

করোনা মহামারির কারণে দুই বছর যাবত বন্ধ ছিল বাংলাদেশ ও ভারতের মধ্যে বাস চলাচল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় আজ থেকে চালু হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) আন্তর্জাতিক বাস সেবা। আজ শুক্রবার (১০ জুন) সকাল সাড়ে ৭টায় রাঝধানীর মতিঝিলে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাস সার্ভিস উদ্বোধন হয় । সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিআরটিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিআরটিসির চেয়ারম্যান জনাব মো. তাজুল ইসলাম।

স্বাভাবিক সময়ে বাংলাদেশ-ভারতের ৫টি আন্তঃসীমান্ত রুটে বাস চলাচল করত। এগুলো হলো- ঢাকা-কলকাতা-ঢাকা, ঢাকা-সিলেট-শিলং-গুয়াহাটি-ঢাকা, আগরতলা-ঢাকা-কলকাতা-আগরতলা এবং ঢাকা-খুলনা-কলকাতা-ঢাকা।

পাঁচটি রুটের মধ্যে ঢাকা-সিলেট-শিলং-গুয়াহাটি-ঢাকা রুট ছাড়া বাকি ৪টি রুটে শুক্রবার থেকে বাস সেবা চালু হচ্ছে বলেও জানিয়েছে বিআরটিসি।

ADS ADS

প্রতিছবি ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Comments: